Vizio সম্প্রতি জানিয়েছে, তারা এনভিডিয়া টেগরা ৪ প্রসেসর সমৃদ্ধ দু’টি অ্যান্ড্রয়েড ট্যাবলেট শিগগিরই বাজারে আনছে। সিইএস-এ তারা নতুন এই ট্যাবলেটগুলোর প্রদর্শনী করছে।
সূত্র জানিয়েছে, ১০.১ ইঞ্চি আকারের ও ৭ ইঞ্চি আকারের দু’টি অ্যান্ড্রয়েড ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে কোম্পানিটি। এর মধ্যে বড় ট্যাবলেটে কেবল এনভিডিয়া টেগরা ৪ ও ২৫৬০ বাই ১৬০০ পিক্সেল রেজুলেশনটাই দেখার মতো। প্রদর্শনীতে রাখা প্রোটোটাইপে টেগরা ৪-এর ক্ষমতার কোনো প্রমাণ দেখা যায়নি। কেননা, এ দু’টো ট্যাবলেটই এখনও খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।
১০.১ ইঞ্চি আকারের ট্যাবলেটে আরও রয়েছে ৩২ গিগাবাইট মেমোরি স্টোরেজ, ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও ১.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, মাইক্রো-ইউএসবি ও মাইক্রো-এইচডিএমআই আউটপুট। এছাড়াও ট্যাবের বডি এখন পর্যন্ত প্লাস্টিকের হলেও কোম্পানিটি জানিয়েছে তারা অ্যালুমিনিয়ামের বডিও বানাতে পারে।
অন্যদিকে ৭ ইঞ্চি ট্যাবলটে অনেকটা নেক্সাস ৭-এর মতোই করা হয়েছে। ১২৮০ বাই ৮০০ পিক্সেল রেজুলেশন, এনভিডিয়া টেগরা ৩ প্রসেসর, ১৬ গিগাবাইট স্টোরেজ ও ১.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। যদিও ট্যাবলেটটির ওজন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি, প্রদর্শনীতে নেক্সাস ৭ ব্যবহারকারীরা জানিয়েছেন এটি নেক্সাস ৭-এর তুলনায় অনেক হালকা।
ট্যাবলেট দু’টির দাম বা কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি ভিজিও।
এই দু’টি ট্যাবলেটেই অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিনের আনমডিফাইড সংস্করণে চলবে বলে জানিয়েছে সূত্র। তবে গুগলের নিজস্ব ট্যাবলেট, স্যামসাং, আসুস ও এসারের মতো বড় বড় কোম্পানির দাপটে ভিজিও এই ট্যাবলেট নিয়ে খুব একটা বাজার মাত করতে পারবে না বলেই ধারণা করছেন বিশেষজ্ঞরা।