ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা নিন অ্যান্ড্রয়েড কথনের কাছ থেকে!

বছর ঘুরে দুইবার ঈদ আসে আমাদের দোরগোড়ায়। একই দৃশ্য প্রত্যক্ষ করি আমরা সবাই। জীবনের মোড় ঘুরতে থাকে, কিন্তু ঈদ সেই অনাবিল আনন্দের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। ঈদ মানে আনন্দ। আর সেই আনন্দটা সত্যিকার রূপ ধারণ করে যখন আমরা ফিরে যাই আমাদের চিরচেনা আপনজনদের সান্নিধ্যে। ঈদের আনন্দ আরও ঘন হয়ে ওঠে যখন আমরা বন্ধু-বান্ধবের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পাই। কেউ ফোন করে, কেউ এসএমএস বার্তায়, কেউ বা আবার ইমেইলে ঈদ শুভেচ্ছা পাঠিয়ে থাকেন। ঈদ কার্ড দেয়ার রীতিও নেহায়েত বিরল নয়। তবে এই ঈদে অ্যান্ড্রয়েড কথনের পাঠকদের জন্য রয়েছে ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা।

হয়তো এইভাবে আর কেউ আপনাকে ঈদের শুভেচ্ছা জানায়নি। আর তাই আমরাই হতে চাই প্রথম। আমাদের ঈদ শুভেচ্ছার ভাষাও হয়তো আরও অনেকের সঙ্গেই মিলে যাবে। কিন্তু শুভেচ্ছা জানানোর পদ্ধতিটা অন্যদের চেয়ে আলাদা করার কথা ভেবেই আমরা তৈরি করেছি ব্যতিক্রমী এই ঈদ কার্ড যেখান থেকে শুভেচ্ছা বার্তাটুকু আপনার অ্যান্ড্রয়েড অথবা অন্যান্য স্মার্টফোনের মাধ্যমেই পড়তে পারবেন।

অতএব, আর দেরি না করে এখনই স্মার্টফোনের কিউআর কোড স্ক্যানারটি চালু করে ক্যামেরাটি তাক করুন নিচের কিউআর কোডের দিকে। মূহুর্তেই পেয়ে যাবেন আমাদের শুভেচ্ছা বার্তা! কিউ আর কোড স্ক্যান করতে সাহায্যের জন্য দেখুন এই পোস্টটি

Eid card qr code