গতকালই আমরা জানিয়েছিলাম আকর্ষণীয় কিছু ঘোষণা করতে যাচ্ছে উবুন্টু। আর সেই ঘোষণা ইতোমধ্যেই প্রকাশিত হয়ে গেছে। যেমনটা ভাবা হয়েছিল, ঠিক সেভাবেই সবাইকেই তাক লাগিয়ে দিয়েছে উবুন্টু। ক্যানোনিক্যালের প্রতিষ্ঠাতা মার্ক শাটলওয়ার্থ লন্ডন থেকে আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন স্মার্টফোনের জন্য উবুন্টুর নিজস্ব অপারেটিং সিস্টেম, উবুন্টু ফোন ওএস!
শাটলওয়ার্থ জানিয়েছেন, উবুন্টুর অগ্রযাত্রায় এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হয়ে থাকবে। তার বিশ্বাস, “উবুন্টু” ব্র্যান্ডের যে সুনাম রয়েছে, সেই সুনাম নয়, বরং উবুন্টু ফোন ওএস-এর দারুণ ব্যবহার-বান্ধব ইন্টারফেসই একে স্মার্টফোন বাজারে জনপ্রিয় করে তুলবে।
প্রতিষ্ঠাতার বক্তব্য মতে, উবুন্টু ফোন ওএস-এ অন্য যে কোনো অপারেটিং সিস্টেমের তুলনায় ডিভাইসের স্ক্রিনের জায়গার সদ্ব্যবহার করা হয়েছে। এছাড়াও “লকস্ক্রিন নয়, ওয়েলকাম স্ক্রিন”-ও ব্যবহারকারীর মন কাড়তে দেরি করবে না বলে আশাবাদী উবুন্টুর পেছনের প্রতিষ্ঠান ক্যানোনিক্যালের প্রতিষ্ঠাতা।
ডিভাইস
শাটলওয়ার্থ জানিয়েছেন, উবুন্টুকে একেবারে শুরু থেকে তৈরি করা হয়েছে যাতে করে এটি লো-এন্ড স্মার্টফোনেও ভালো পারফরম্যান্স দিতে পারে আবার হাই-এন্ড স্মার্টফোনের বাড়তি হার্ডওয়্যারকেও কাজে লাগাতে পারে। ফলে ব্যবহারকারীর বাজেট যাই থাকুক না কেন, কোনো না কোনো উবুন্টু ফোন ওএস-চালিত ডিভাইস পেয়েই যাবেন।
প্রাথমিকভাবে উবুন্টু জানিয়েছে, লো-এন্ড স্মার্টফোন বলতে ন্যূনতম ১ গিগাহার্জ করটেক্স এ৯ প্রসেসর, ৫১২ মেগাবাইট-১ গিগাবাইট র্যাম এবং ৪-৮ গিগাবাইট স্টোরেজ + এসডি কার্ড সুবিধার ডিভাইসকেই ধরা হচ্ছে। অন্যদিকে হাই-এন্ড “সুপারফোন” বলতে ন্যূনতম কোয়াড-কোর এ৯ ইনটেল এটম প্রসেসর, ১ গিগাবাইট র্যাম ও ন্যূনতম ৩২ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজের ডিভাইসকে বলা হচ্ছে।
সূত্রমতে, লো-এন্ড ফোনে ব্যবহারকারীরা উবুন্টুর সব সুবিধাই পাবেন। কিন্তু হাই-এন্ড স্মার্টফোনে ব্যবহারকারীরা ডকের মাধ্যমে একটি কিবোর্ড, মনিটর আর মাউসের সংযোগ দিয়ে মোবাইল ডিভাইসকেই পুরো কম্পিউটারে রূপান্তর করে ফেলতে পারবেন।
উল্লেখ্য, উবুন্টু ফর অ্যান্ড্রয়েড নামে একটি প্রকল্প ইতোমধ্যেই চালু থাকলেও এর আইডিয়া সম্পূর্ণই ভিন্ন। উবুন্টু ফর অ্যান্ড্রয়েড-এ ব্যবহারকারীরা তাদের অ্যান্ড্রয়েড ডিভাইসেই উবুন্টু ইন্সটল করতে পারবেন। কিন্তু উবুন্টু ফোন ওএস অ্যান্ড্রয়েডে না, বরং স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম হিসেবেই ডিভাইসে কাজ করবে।
অ্যাপ্লিকেশন ইকোসিস্টেম
মোবাইল ফোন ওএস-এর সঙ্গেই চলে আসে অ্যাপ্লিকেশনের প্রশ্ন। খুশির খবর হচ্ছে, উবুন্টু ফোন ওএস-এ সেই চিন্তা করতে হবে না। উবুন্টু জানিয়েছে, উবুন্টু ডেস্কটপের যত অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার রয়েছে তার সবই উবুন্টু ফোন ওএস-এও কাজ করবে।
এছাড়াও ডেভেলপারদের জন্যও সুখবর রয়েছে। তারা তাদের ওয়েব অ্যাপ্লিকেশনকেও উবুন্টুতে আলাদা অ্যাপ্লিকেশনে রূপান্তর করতে পারবেন। এতে করে ওয়েব ব্রাউজার ছাড়াই পুরো ওয়েবসাইটটি আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহারকারীর উবুন্টু ফোন ওএস-চালিত ডিভাইসে চালু হবে। অন্যান্য অ্যাপ্লিকেশনের মতো এতে আলাদা আইকনও থাকবে। ফলে ব্যবহারকারী পাবেন ফুল ন্যাটিভ অ্যাপ্লিকেশন ব্যবহারের অভিজ্ঞতা।
(আরও পড়ুনঃ নেক্সাস ৭-এ ইন্সটল করুন উবুন্টু)
তবে ডেভেলপার কেবল এইচটিএমএল৫-এই সীমাবদ্ধ নন। চাইলে সি, সি++, জাভাস্ক্রিপ্ট ইত্যাদির সমন্বয়েও অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে যা উবুন্টু ফোন ওএস-এ ভালো পারফরম্যান্স দিবে বলেই জানিয়েছে উবুন্টু।
যারা উবুন্টু ফোন অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ্লিকেশন তৈরিতে আগ্রহী, তাদের জন্য ডেভেলপমেন্ট সুট এই সপ্তাহেই মুক্তি দেয়া হবে।
সহজলভ্যতা
উবুন্টু ফোন ওএস একটি দারুণ কনসেপ্টের অপারেটিং সিস্টেম। ইতোমধ্যেই উবুন্টু সারাবিশ্বে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম। ক্যানোনিক্যাল আশা প্রকাশ করেছে, তাদের ইন্টারফেসই ব্যবহারকারীদের আকর্ষণ করবে। আপনি চাইলে উবুন্টুর ওয়েবসাইটে এই অপারেটিং সিস্টেমের ইন্টারফেস দেখে আসতে পারেন। এছাড়াও উবুন্টু ডেস্কটপ অপারেটিং সিস্টেমের আগামী সংস্করণ ১৩.০৪-এ উবুন্টু ফোন ওএস-এর বেশ কিছু সুবিধা যোগ করে দেয়া হবে বলেও জানা গেছে।
কবে কীভাবে কিনবেন?
উবুন্টু ফোন ওএস চালিত ডিভাইস বাজারে আনার জন্য এখনও আগ্রহ দেখায়নি কোনো ক্যারিয়ার বা ম্যানুফ্যাকচারারই। তবে আশার কথা হচ্ছে, উবুন্টু ফর অ্যান্ড্রয়েড নিয়ে এ বছরই বড় একটি কোম্পানি স্মার্টফোন বাজারে আনবে বলে জানিয়েছে ক্যানোনিক্যাল। যদি তা সত্যি হয়, তাহলে উবুন্টু ফর অ্যান্ড্রয়েডের মাধ্যমেই ব্যবহারকারীরা উবুন্টু ফোন ওএস-এর স্বাদ পাবেন। যদি পছন্দ হয়েই যায়, তাহলে পরবর্তী ফোন হিসেবে উবুন্টু ফোন ওএস কিনতে স্বভাবতঃই দ্বিধা বোধ করবেন না সেই ব্যবহারকারী।
যেহেতু এখনও কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি, তাই এখনও বলা যাচ্ছে না কবে নাগাদ বাজারে আসতে পারে উবুন্টু ফোন ওএস। তবে আগামী সপ্তাহের কনজিউমার ইলেকট্রনিক্স শো ২০১৩-তে উবুন্টু ফোন ওএস-এর প্রদর্শনী করা হবে বলে জানিয়েছেন মার্ক শাটলওয়ার্থ।
উবুন্টু ফোন ওএস এখন পর্যন্ত নতুন একটি ওএস। ওয়েব অ্যাপ্লিকেশনকে স্মার্টফোনে ব্যবহার উপযোগী করে তোলা আর উবুন্টুর সফটওয়্যারগুলোকে স্মার্টফোন উপযোগী করে তোলা উবুন্টু ফোন ওএস-এর অ্যাপ্লিকেশন স্বল্পতা দূর করবে, যেমনটা রয়েছে উইন্ডোজ ফোন ৮-এ। কিন্তু তবুও ব্যবহারকারীদের অ্যান্ড্রয়েড ফোন থেকে নজর সরাতে বেশ বেগ পেতে হবে উবুন্টুকে, এমনটাই মত অনেকের।
অ্যান্ড্রয়েডের নতুন এই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে আপনার কী মত?