২০১৩ সালে আপনার হাতে আসুক আপনার স্বপ্নের অ্যান্ড্রয়েড এই কামনায়…

happy new year android

ক্যালেন্ডারের পাতা আর প্রকৃতির নিয়ম যেন পুরোপুরিই একরকম। এগুলোকে থামানোর কোনো উপায় নেই। সময় যেমন তার নিজস্ব গতিতে চলে, ক্যালেন্ডারের পাতা অনুযায়ী তারিখও বদলাতে থাকে। আপনার স্বপ্ন পূরণ হোক আর না হোক, দিন আপনার জন্য থেমে থাকবে না। কিছু গবেষক ২০১২-তে দিন নয়, পুরো পৃথিবীই থেমে যাবার আশঙ্কা দেখালেও আমরা এ যাত্রা বেঁচে গেছি। তাই এবারের পালা ভবিষ্যতের।

অ্যান্ড্রয়েড কথন টিমের পক্ষ থেকে আমাদের সব পাঠক, মন্তব্যকারী, ফেসবুক ফ্যান ও গ্রুপ সদস্য এবং অন্যান্য শুভানুধ্যায়ীদের জানাচ্ছি নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা। সেই সঙ্গে আশা করছি নতুন বছরে আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোনটি কিনে ফেলতে পারবেন অথবা আপনার বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে আপনার জন্মদিনে উপহার পাবেন! 😉  আর যাই হোক, ২০১৩ সালে আপনার জন্মদিন তো রয়েছেই, তাই না?

২০১৩ আমাদের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ বছর। গত আগস্ট মাসে যাত্রা শুরুর পর এ পর্যন্ত অভাবনীয় সাড়া পেয়েছি আমরা। এদিকে ফুঁসলে উঠছে বিশ্বের অ্যান্ড্রয়েড বাজার। একদিকে চাইনিজ কোম্পানি আইফোন আর গ্যালাক্সি এস ৩ এর সঙ্গে প্রতিযোগিতা করতে প্রস্তুত হয়েছে। অন্যদিকে স্যামসাং পুরো Oppa Samsung Style-এ ৫০ কোটি মোবাইল ফোন ২০১৩ সালেই বাজারে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আর এসবের মাঝে সিংহাসনে থাকা মহারাজ গুগলও কেবলই তাদের নেক্সাস ডিভাইস নিয়ে বাজারে প্রবেশ করেছে।

২০১৩ সাল পুরো ইন্ডাস্ট্রির জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।  বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশীয় উদ্যোগে বিক্রিত অ্যান্ড্রয়েড ফোনগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে। সিম্ফনি আর ওয়াল্টনের মধ্যে ইতোমধ্যেই শুরু হয়েছে এক অঘোষিত যুদ্ধ। এদিকে মাইক্রোম্যাক্সের সুস্থির প্রবেশটাও একেবারে ফেলে দেয়ার মতো নয়।

অতএব পাঠক বুঝতেই পারছেন ২০১৩ সালটা একেবারেই বসে থাকার জন্য উপযুক্ত নয়। আমাদের কাজ ও দায়িত্ব আরও বেড়ে যাবে। আমরা চেষ্টা করবো অ্যান্ড্রয়েড জগতের সব খবরের পাশাপাশি আরও বেশি হ্যান্ডসেট ও ট্যাবলেট রিভিউ এবং মতামত প্রকাশ করার।

নতুন বছরে অ্যান্ড্রয়েড কথন পাঠকদের জন্য আরেকটি চমক রয়েছে। আমরা কাজ করছি একটি স্বয়ংসম্পূর্ণ ফোরাম তৈরি করার যেখানে পাঠকরা বিস্তারিত আলোচনা করতে পারবেন অ্যান্ড্রয়েড বিষয়ক সমস্যা ও জিজ্ঞাসা নিয়ে। যাবতীয় রিভিউ অ্যান্ড্রয়েড কথনেই প্রকাশিত হবে। কিন্তু আলোচনার জন্য ফেসবুক গ্রুপকে প্রাথমিকভাবে বেছে নেয়া হলেও বিন্যাসজনিত সমস্যার কারণে আমরা আলাদা ডোমেইনে ফোরাম চালু করার সিদ্ধান্ত নিয়েছি ও এতে ইতিবাচক সাড়া পেয়েছি। আশা করছি সপ্তাহ দুয়েকের মধ্যেই অ্যান্ড্রয়েড কথন ফোরাম আপনাদের মাঝে হাজির হবে।

সুপ্রিয় পাঠকদের আবারও নতুন বছরের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি এই বছরে আপনিও আপনার বন্ধু-বান্ধব ও অ্যান্ড্রয়েডপ্রেমী বা ব্যবহারকারী পরিজনদের মাঝে আমাদের কথা ছড়াবেন। আর হ্যাঁ, আবার যেহেতু আপনার কথা উঠলোই, নিচে মন্তব্যের ঘরে অবশ্যই জানিয়ে যাবেন ২০১৩ সালে আপনার উইশলিস্টের অ্যান্ড্রয়েড ডিভাইস কোনটি?

আমাকে জিজ্ঞেস করলে অবশ্য কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসের নাম বলবো না। 🙂 কারণ আমার একটি ট্যাব ও ফোন রয়েছে যেগুলো দিয়ে আমার বিশ্বাস আরও ১ বছর অনায়াসে পার করে দেয়া যাবে। আমার ব্যক্তিগত উইশলিস্টে রয়েছে একটি ডিএসএলআর ক্যামেরা। আপনার?