চাইনিজ কোম্পানি ZTE আসছে জানুয়ারির সিইএস-এ কিছু বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনা করেছে। আর সে লক্ষ্যে বিশ্বের সবচেয়ে পাতলা স্মার্টফোনটি বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
সূত্র জানিয়েছে, ১৯২০ বাই ১০৮০ ফুল এইচডি রেজুলেশনের ৫ ইঞ্চি ডিসপ্লে ও ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সমৃদ্ধ জেডটিই গ্র্যান্ড এস দিয়েই বিশ্ব মাতানোর প্রস্তুতি নিয়ে রেখেছে জেডটিই। গ্র্যান্ড এস এর পুরুত্ব মাত্র ৬.৯ এমএম বলে জানা গেছে, যা সবচেয়ে পাতলা স্মার্টফোনের খেতাব এনে দিতে পারে জেডটিই-কে।
আনুষ্ঠানিকভাবে ডিভাইসটির হার্ডওয়্যার সম্পর্কে কিছু জানানো না হলেও আনওয়্যার্ড ভিউ তাদের প্রতিবেদনে দাবি করেছে, এতে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ প্রসেসর থাকবে। এছাড়াও ২ গিগাবাইট RAM ও ২,৫০০ এমএএইচ ব্যাটারিও থাকবে এই ডিভাইসে।
আসছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই আলোকজ্জ্বল নগরী লাস ভেগাসে অনুষ্ঠিত হবে কনজিউমার ইলেকট্রনিক্স শো যেখানে জেডটিই এই ডিভাইসটির প্রদর্শনী করাবে বলে জানিয়েছে। সেখানেই জানা যাবে ডিভাইসটির দাম কত। তবে গুজব অনুসারে, এর দাম ৪৪৯ ডলার।