সনি এক্সপেরিয়া ইয়োগার কথা মনে আছে? সেই ফোন, যেটিতে ব্যবহৃত হয়েছে ৩ গিগাবাইট RAM, ১০৮০পি ফুল এইচডি ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ প্রো প্রসেসর? হ্যাঁ, কোডনেম “ইয়োগা” বদলে নতুন এই সেটের নাম হতে পারে Xperia Z, এমনটাই জানিয়েছে জিএসএমএরিনা।
সূত্র জানিয়েছে, আগামী বছর সনির ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে এই ডিভাইস। তাই বাজারে আসার আগে এর প্রয়োজন ছিল দারুণ একটি নাম। আর এই নাম হিসেবে এক্সপেরিয়া জেডকেই বেছে নিতে পারে সনি।
সনি এক্সপেরিয়া জেডের অন্যতম বৈশিষ্ট্য হবে এর ডাস্ট ও ওয়াটার রেসিসটেন্ট স্ক্রিন ও লো-রিফ্লেক্টিভিটি স্ক্রিন। এর প্রযুক্তিগুলো অনেকটা এক্সপেরিয়া ভি ও এইচটিসি জে বাটারফ্লাই-এর মতোই হবে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ৫” আকারের স্ক্রিন যাতে ব্যবহৃত হয়েছে অপটিকন্ট্রাস্ট প্রযুক্তি। একই প্রযুক্তি সনি সাধারণ তাদের উচ্চমূল্যের টিভিগুলোতে ব্যবহার করে থাকে। গ্লেয়ার কমানোর জন্যই এই প্রযুক্তি ব্যবহৃত হয়। তবে এক্সপেরিয়া ইয়োগা/জেড-এর আগে এক্সপেরি ভি ও এক্সপেরিয়া ট্যাবলেট এস-এ এই প্রযুক্তির ডিসপ্লে ইতোমধ্যেই ব্যবহার করেছে সনি।
আগামী বছর সিইএস ২০১৩-তেই সনি এক্সপেরিয়া জেড পুরোপুরি আত্মপ্রকাশ করবে ধারণা করা হচ্ছে। এর আগে মোবাইল রিভিউ ডটকম এই ডিভাইসের প্রোটোটাইপ হাতে পাবার পর এ সম্পর্কে আরও তথ্য প্রকাশ করে।