আমাদের ব্যস্ত জীবনের কোনো না কোনো কাজে লেখালেখি বা হিসাব-নিকাশের কাজ করতেই হয়। আর কম্পিউটার ব্যবহারকারীমাত্রই মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল আর পাওয়ারপয়েন্টই সাধারণত ব্যবহার করে থাকেন। কিন্তু ধরুন আপনার হঠাৎই কোনো ডকুমেন্ট বা স্প্রেডশিটে কারেকশনের প্রয়োজন পড়লো। তখন কাছে কম্পিউটার না থাকলে কী করবেন?
এমন সব মূহুর্তে আপনার হাতে একটি অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেট থাকলে অফিস সুট নামের অ্যাপ্লিকেশন দিয়েই কাজ সেরে নিতে পারবেন। এটি মাইক্রোসফটের নিজস্ব অ্যাপ্লিকেশন না হলেও মাইক্রোসফট ফাইল সবচেয়ে ভালোভাবে খুলতে ও কাজ করতে সক্ষম এই একটি অ্যাপ্লিকেশনই সর্বাধিক জনপ্রিয়। গুগল ড্রাইভ অ্যাপ্লিকেশনে ডকুমেন্ট, স্প্রেডশিট ও প্রেজেন্টেশন নিয়ে কাজ করা গেলেও মাইক্রোসফট অফিসের ফাইল খুব ভালো সাপোর্ট করে না। তাই অফিস সুটকেই প্রোডাক্টিভিটি কাজের জন্য সেরা অ্যাপ্লিকেশন বলে বিবেচনা করা হয়।
আর এই সেরা অ্যাপ্লিকেশনের দামটাও কিন্তু সেরা। প্লে স্টোরে ১৫ ডলারে বিক্রি হয় এই অফিস সুট প্রো এইচডি অ্যাপ্লিকেশন। কিন্তু সামনে বড়দিন। আর এই উপলক্ষ্যে চলছে সবদিকে ছাড়ের ছড়াছড়ি। তাই আপনি অবিশ্বাস্য মূল্যে মাত্র ৯৯ সেন্টে লুফে নিতে পারেন অফিস সুট প্রো-এর ভ্যালিড লাইসেন্স।
বিশেষ করে আপনার যদি অ্যান্ড্রয়েড ট্যাবলেট থাকে, তাহলে অফিস সুট প্রো এইচডি একটি অত্যাবশ্যক অ্যাপ্লিকেশন। আলাদা কিবোর্ড সংযুক্ত করে কিংবা অনস্ক্রিন কিবোর্ডে আপনি এতে লেখালেখি বা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তারচেয়ে সুবিধার বিষয় হচ্ছে, অফিসের প্রয়োজনীয় কোনো অ্যাপ্লিকেশনও সহজেই আপডেট করতে পারবেন।
অফিস সুট প্রো-তে রয়েছে ড্রপবক্স আর বক্স ডট নেটের সঙ্গে সিংক্রোনাইজ করে রাখার সুবিধা। এর ফলে আপনি কম্পিউটারের ড্রপবক্স ফোল্ডারে রেখে কাজ করলে সেই ফাইল স্বয়ংক্রিয়ভাবে অফিস সুট প্রোতে চলে আসবে। ফলে কম্পিউটার বা অ্যান্ড্রয়েড, যেখান থেকেই ফাইল আপডেট করুন না কেন, আপনার সব পরিবর্তন থাকবে আপ-টু-ডেট।
অফিস সুট প্রো ব্যবহার করে আপনি পিডিএফ ফাইলও পড়তে পারবেন। এছাড়াও এতে লেখালেখির সময় লেখা ফরম্যাটিং বা বানান পরীক্ষা করার সুবিধা রয়েছে। রিদ্মিক কিবোর্ড ইন্সটল করা থাকলে সুন্দর বাংলাও লিখতে পারবেন অ্যান্ড্রয়েডে বসেই। কাজেই আর দেরি না করে কার্ড থাকলে এখনই অবিশ্বাস্য এই মূল্য হ্রাস ফুরিয়ে যাবার আগেই কিনে নিন অফিস সুট প্রো এইচডি’র লাইসেন্স।
গুগল প্লে স্টোর লিংকঃ অফিস সুট প্রো
আপনার অ্যান্ড্রয়েড ওয়ার্ড ফাইলে কাজ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন আছে কি?