রিভিউঃ সিমফোনির নতুন অ্যান্ড্রয়েড ফোন Symphony W60

Symphony W60

সিমফোনি ডব্লিউ ৬০ সিজিআই।

অবশেষে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড সিমফোনি নিয়ে এলো তাদের এক্সপ্লোরার সিরিজের নতুন ফোন, Symphony W60. নতুন এই অ্যান্ড্রয়েড ফোনে সত্যিই তারা দিয়েছে এমন কিছু হার্ডওয়্যার যা এই দামে দুর্লভই বলা চলে। চলুন বিস্তারিত জেনে আসা যাক নতুন এই অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে।

দ্রষ্টব্যঃ এটি হ্যান্ডস-অন রিভিউ নয়। অর্থাৎ, এখানে কেবল স্পেসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যান্ডস-অন রিভিউ দেখুন এখানে

অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত অন্যান্য হ্যান্ডস-অন রিভিউ দেখতে এখানে ক্লিক করুন। আমাদের হ্যান্ডস-অন রিভিউ সম্পর্কে এখান থেকে ধারণা পাবেন।

সিমফোনি ডব্লিউ ৬০

সিমফোনি ব্র্যান্ড তাদের ডব্লিউ ৫, ডব্লিউ ১০, ডব্লিউ ২৫ এবং ডব্লিউ ৫০-এর ব্যাপক সফলতার পর ডব্লিউ ৬০ নামে নতুন অ্যান্ড্রয়েড ফোন বাজারে আনার ঘোষণা দেয় বেশ কয়েক সপ্তাহ আগে। প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেজেও নতুন ফোন সম্পর্কে আপডেট প্রকাশ করে। সম্প্রতি তারা ফোনটির দাম ঘোষণা করেছে এবং বিস্তারিত স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আগে চলুন দেখে নেয়া যাক সিমফোনি ডব্লিউ ৬০ অ্যান্ড্রয়েড ফোনে কী কী হার্ডওয়্যার রয়েছে।

আইসিএস

সিমফোনি ডব্লিউ ৬০-এ ব্যবহৃত হয়েছে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ অপারেটিং সিস্টেম। এখনও পর্যন্ত কোনো ব্র্যান্ডের ফোনই অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ জেলি বিন প্রিইন্সটলড হয়ে আসছে না। নতুন প্রায় সব ফোনেই ডিফল্ট আইসক্রিম স্যান্ডউইচ দেয়া থাকে। সেই হিসেবে সিমফোনি ডব্লিউ ৬০ ফোনটি সর্বশেষ প্রযুক্তি বা ট্রেন্ড ধরে রেখেই আইসিএস সংস্করণ দিয়ে বাজারে ছাড়া হয়েছে।

ডিসপ্লে ও ক্যামেরা

সিমফোনি ডব্লিউ ৬০

সিমফোনি ডব্লিউ ৬০ সিজিআই।

সিমফোনি ডব্লিউ ৬০ হ্যান্ডসেটে রয়েছে ৪ ইঞ্চি আকারের আইপিএস প্রযুক্তির টিএফটি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন। এর রেজুলেশন দেয়া হয়েছে ডব্লিউভিজিএ বা 480*800 পিক্সেল রেজুলেশন। দাম অনুপাতে এই রেজুলেশন সত্যিই অবিশ্বাস্য। অবশ্য দামের তথ্য এখনও বলাই হয়নি। পোস্টের শেষের দিকেই দাম দেয়া আছে। আর এই ডিসপ্লে মাল্টিটাচ সাপোর্ট করে বলা রয়েছে।

এছাড়াও সিমফোনি ডব্লিউ ৬০-তে রয়েছে দু’টি ক্যামেরা। বাংলাদেশে ৩জি সুবিধা চালু হওয়ায় স্বভাবতঃই মানুষ এখন ভিডিও চ্যাট করতে চাইবেন। এছাড়াও স্কাইপের মাধ্যমে ভিডিও চ্যাট করতেও প্রয়োজন ফ্রন্ট ক্যামেরা। এসব কথা মাথায় রেখেই সিমফোনির নতুন মোবাইলের সামনে দেয়া হয়েছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। সামনে মূলত এর চেয়ে বেশি রেজুলেশনের ক্যামেরার দরকারও পড়ে না। কেননা, ফটোগ্রাফির শখ থাকলে তার জন্য পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা দেয়াই আছে।

সিমফোনির ক্যামেরা কোয়ালিটি কখনোই খুব একটা সন্তোষজনক মনে না হলেও ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকাটা একেবারেই কম কিছু নয়।

সিপিইউ ও মেমোরি

সিমফোনির ডব্লিউ ৬০ ফোনে ১ গিগাহার্জ প্রসেসর ব্যবহৃত হয়েছে। তবে এই প্রসেসর কোন নির্মাতার এ সংক্রান্ত কোনো তথ্য আমরা এখনও পাইনি। এখানে বলা বাহুল্য, এটি হ্যান্ডস-অন রিভিউ নয়। তাই আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্য দিতে পারছি না। তবে গ্রাফিক্স প্রসেসিং-এর জন্য এতে ওপেনজিএল ইএস ২.০ দেয়া আছে বলে ওয়েবসাইটে বলা আছে।

প্রসেসরের পাশাপাশ র‌্যাম রয়েছে মাত্র ৫১২ মেগাবাইট। তবে ইন্টারনাল স্টোরেজ দেয়া আছে ৪ গিগাবাইট যা মেমোরি কার্ডের মাধ্যমে ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। আর এই ফোনকে ক্ষমতা যোগাতে ব্যাটারির ক্যাপাসিটি রয়েছে ১৬০০ এমএএইচ।

ইন্টারনেট

একটু আগেই ৩জি সংযোগের অন্যতম সুবিধা ভিডিও কলের কথা বলে ফ্রন্ট ক্যামেরা থাকার সুনাম করেছি। কিন্তু সিমফোনির ওয়েবসাইট থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে, তার কোথাও ৩জি শব্দটি উল্লেখ নেই। এছাড়াও HSDPA (হাই-স্পিড ডাউনলিংক প্যাকেট অ্যাক্সেস, যা দিয়ে ৩জিই বোঝানো হয়) শব্দটিও ডেটা সার্ভিসেস এর ঘরে উল্লেখ নেই। আমরা এখনও নিশ্চিত নই, তবে আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে ৩জি সুবিধাই নেই সিমফোনি ডব্লিউ ৬০ সেটে।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ৩জি সুবিধা নেই এমন ফোন বাজারজাত করা নিতান্তই বোকামি। আমরা নিশ্চিত নই; হয় সিমফোনি আসলেই এই বোকামি করেছে, অথবা তাদের ওয়েব মাস্টার সাইটে তথ্যটি উল্লেখ করতে ভুলে গেছেন। আমরা চেষ্টা করবো বিষয়টি নিশ্চিত করতে ও তা আমাদের ফেসবুক পেজের পাশাপাশি পোস্টে আপডেট করবো।

৩জির পাশাপাশি জিপিএস-এরও কোনো উল্লেখ নেই। সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস থাকে। সিমফোনি ডব্লিউ ৫-এও জিপিএস রয়েছে। সেই হিসেবে এই ফোনেও থাকার কথা। কিন্তু উল্লেখ না থাকাই কিছুটা সন্দেহ কাজ করা স্বাভাবিক। তবে ৩জির উল্লেখ না থাকলেও জিপিআরএস, এজ এবং ওয়াই-ফাই কানেক্টিভিটির কথা স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে।

অন্যান্য

সিমফোনি ডব্লিউ ৬০ সেটে সাধারণ ফোনের প্রায় সব সুবিধাই রয়েছে। ব্লুটুথ, ইউএসবি পোর্ট, অ্যাক্সেলেরোমিটার সেন্সর, অ্যান্ড্রয়েড মার্কেট (প্লে স্টোর) ইত্যাদি। এর পুরুত্ব ৯.৯ এমএম। অডিও ও ভিডিওর পাশাপাশি এর মাধ্যমে ভয়েস কল রেকর্ড করার সুবিধা রয়েছে বলেও সিমফোনির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।

দাম

এবারে আসল তথ্য। কেননা, স্পেসিফিকেশন যাই থাকুক, সেটের দামের উপরই অনেককিছু নির্ভর করে। আর আমাদের মতে ৩জি না থাকলেও এতোসব হার্ডওয়্যারের সঙ্গে সিমফোনি ডব্লিউ ৬০ সেটের দাম সত্যিই সামঞ্জস্যপূর্ণ। সিমফোনির সাইটে দেয়া তথ্য অনুসারে, এর দাম ৯ হাজার ৪৯০ টাকা।

আমরা প্রায় সাড়ে নয় হাজার টাকা দামে এই সেট কেনার পরামর্শ দিচ্ছি কারণ এর সিপিইউ ও স্ক্রিন রেজুলেশন খুবই ভালো। অন্তত এই দামে কোনো ব্র্যান্ডেড কোম্পানি থেকে আপনি এই হার্ডওয়্যার পাবেন না। এবারে চলুন দেখে নিই কেন এই ফোন কিনবেন আর কেন কিনবেন না।

কেন সিমফোনি ডব্লিউ ৬০ কিনবেন

ফোনটির অ্যান্ড্রয়েড সংস্করণ (আইসক্রিম স্যান্ডউইচ), এর স্ক্রিন রেজুলেশন, ইন্টারনাল মেমোরি, ডুয়েল ক্যামেরা ও ক্যামেরা মেগাপিক্সেল এবং পর্দার আকারের কারণে আমরা মনে করছি সাড়ে নয় হাজার টাকায় হলেও সেটটি সত্যিই দারুণ।

কেন কিনবেন না সিমফোনি ডব্লিউ ৬০

আপাতঃদৃষ্টিতে মনে হচ্ছে এতে ৩জি সুবিধা নেই, যেটি এই সেটের প্রধান ডাউন সাইড হতে পারে। এছাড়াও সেটের র‌্যাম মাত্র ৫১২ মেগাবাইট যা সেটের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। পাশাপাশি জিপিএস না থাকা সেটের অন্যতম প্রধান দুর্বল দিক বলা যেতে পারে। এরচেয়ে কমদামী সেটে জিপিএস ছিল অথচ এই সেটে জিপিএস নেই বিষয়টা আমাদের কাছেই বেমানান ঠেকছে।

আরও বিস্তারিত জানতে দেখতে পারেন সিমফোনি ডব্লিউ ৬০ অফিসিয়াল পেজ

আপনি বলুন

সবকিছু আপনার কাছেই এসে থেমে যায়। কেননা, আপনিই ক্রেতা। আপনি এই দামের মধ্যে এই স্পেসিফিকেশন পছন্দ করবেন কি না সেটাই হচ্ছে বড় কথা। তাই সিমফোনি ডব্লিউ ৬০ সম্পর্কে আপনার মতামত জানান। আপনি আপনার মতামত লিখলে তা অন্য পাঠকরাও দেখতে পাবেন ও জবাব দিতে পারবেন। কাজেই, আলোচনা শুরু করে দিন নিচে মন্তব্যের ঘরে।