এবার টয়লেট নিয়ন্ত্রণ করবে অ্যান্ড্রয়েড অ্যাপ!

স্যাটিস

“দেয়ার ইজ এন অ্যাপ ফর দ্যাট!” ইন্টারনেটে বিচরণকারী মাত্রই এই বাক্যের সঙ্গে পরিচিত থাকবেন। স্মার্টফোন বিপ্লবের পর থেকে এতো বেশি অ্যাপ্লিকেশন তৈরি হতে থাকে যে প্রায় প্রতিটা কাজের জন্যই কোনো না কোনো অ্যাপ্লিকেশন রয়েছে। টয়লেট নিয়ন্ত্রণেও অ্যাপ্লিকেশন তৈরি করার মধ্য দিয়ে এবার জাপানীরা ষোলকলা পূর্ণ করলো।

নতুন এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন দিয়ে প্রকৃতির ডাক কখন আসবে তা নিয়ন্ত্রণ করা না গেলেও বাসায় বা অফিসে প্রকৃতির ডাক আসামাত্রই হাজিরা দিতে যেখানে চলে যান সেই জায়গা বেশ ভালোমতোই নিয়ন্ত্রণ করা যাবে। জাপানের টোকিও-ভিত্তিক কোম্পানি লিক্সিল তৈরি করেছে নতুন এই অত্যাধুনিক ইন্টার্যাকটিভ টয়লেট তৈরি করেছে যার নাম দেয়া হয়েছে স্যাটিস।

Satis টয়লেট মূলত ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে কমান্ড রিসিভ করে থাকে। ব্যবহারকারীর অ্যান্ড্রয়েড ফোনে “মাই স্যাটিস” নামে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে টয়লেট ফ্লাশ করা, টয়লেটের সিট উঁচু করাসহ বিভিন্ন কাজ টয়লেটে প্রবেশের আগেই করে ফেলতে পারবেন। অ্যাপ্লিকেশনের মাধ্যমে কমান্ড দিলে ব্লুটুথের মাধ্যমে তা স্যাটিস রিসিভ করবে ও সেই অনুযায়ী কাজ করবে। আইডিয়াটি মূলত এতটুকুই।

তবে এই স্যাটিসকে আরও মজাদার করে তুলতে বাড়তি অনেক সুবিধা পুরে দেয়া হয়েছে।  এই টয়লেট রাখবে আপনার প্রতিদিনের “usage history!” এ থেকে আপনি মাস শেষে হিসেব করে বের করতে পারবেন মোট কতটুকু বিদ্যুৎ ও পানি খরচ করেছেন এবং গড়ে প্রতি “ভিজিটে” আপনি কতটুকু বিদ্যুৎ আর পানি ব্যবহার করেন।

তবে স্যাটিস টয়লেটের সবচেয়ে মজার বিষয় হলো, আপনি টয়লেটের পথে পা বাড়ানোর সঙ্গে সঙ্গেই ব্লুটুথ সিগন্যাল পেয়ে যাবে এটি ও পানির চাপসহ যাবতীয় বিষয় আপনার প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য প্রস্তুত করে তুলবে! এছাড়াও বিনোদনের জন্য অ্যাপ্লিকেশন থেকেই বাথরুমে ফিট করা স্পিকারের ভলিউম বাড়ানো-কমানো বা ট্র্যাক পরিবতর্ন করার সুবিধাও পাবেন স্যাটিস ব্যবহারকারী। আর কাজ শেষে আপনাকে পরিষ্কারের কাজ তো রয়েছেই!

তবে এতসব আরাম কিন্তু নিতান্ত কম দামে পাওয়া যাবে না। সূত্র জানিয়েছে, ২০১৩ সালের ফেব্রুয়ারি নাগাদ স্যাটিস টয়লেটের তিনটি মডেল পাওয়া যাবে। এগুলোর দাম শুরু হবে ২,৩৮৫ ডলার (প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা) থেকে এবং সর্বোচ্চ দাম পড়বে ৪,৬৫৭ ডলার (প্রায় ৩ লক্ষ ৭২ হাজার টাকা)।