[রুট টিউটোরিয়াল] রুট করুন এইচটিসি ChaCha

এইচটিসি চাচা

এইচটিসি চাচা ২০১১ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মাধ্যমে আলোর মুখ দেখে। ফুল কোয়ের্টি কিবোর্ড সম্বলিত এই অ্যান্ড্রয়েড ফোনটি এখন বাজারে আর চলে না বললেই হয়। কিন্তু যারা গত বছর সেটটি কিনে ফেলেছেন এবং তারপর আজ পর্যন্ত নতুন কোনো অ্যান্ড্রয়েড সেট কিনতে পারেননি, তারা হয়তো সেট থেকে ভালো পারফরম্যান্স পাওয়ার লক্ষ্যে বা এর ইন্টারনাল মেমোরি বাড়ানোর লক্ষ্যে এই ফোনটি রুট করার উপায় খুঁজছেন। আর সেসব ব্যবহারকারীদের কথা ভেবেই অ্যান্ড্রয়েড কথনে আজকের টিউটোরিয়াল এইচটিসি চাচা রুট করার পদ্ধতি নিয়ে। এই পদ্ধতিতে সহজেই রুট করুন এইচটিসি চাচা।

জরুরি

ডাউনলোড

  • এক্সডিএ ফোরাম থেকে এই পোস্টের শেষের দিক থেকে ডাউনলোড করে নিন রুট স্ক্রিপ্ট।

প্রণালী

  • রুট স্ক্রিপ্ট ডাউনলোড করে ডেস্কটপে রাখুন ও আনজিপ করুন।
  • আপনার ফোনে ইউএসবি ডিবাগিং অন করুন সেটিংস > অ্যাপ্লিকেশনস > ডেভেলপমেন্ট > ইউএসবি ডিবাগিং– থেকে।
  • আননোস সোর্সেস অন করুন সেটিংস > অ্যাপ্লিকেশনস > আননোস সোর্সেস থেকে।
  • ইউএসবি ক্যাবলের মাধ্যমে এইচটিসি চাচা পিসিতে কানেক্ট করুন।
  • ডাউনলোডকৃত ফোল্ডার থেকে runme.bat ফাইলটি রান করুন।
  • কমান্ড প্রোম্পটে আসা নির্দেশনাগুলো অনুসরণ করুন।
  • মাত্র কয়েক সেকেন্ডেই আপনার এইচটিসি চাচা রুট হয়ে যাবে। এ পর্যায়ে ফোনটি রিস্টার্ট নেবে।
  • রুট সম্পন্ন হলে আপনি সুপারইউজার অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন।

অভিনন্দন! আপনি এখন আপনার এইচটিসির চাচার আসল কর্তা! গুগল প্লে স্টোর থেকে রুট-অনলি অ্যাপ্লিকেশন ইন্সটল করলে এখন থেকে  আপনার এই ফোনে কাজ করবে।

আপনার কি এইচটিসি চাচা রয়েছে? ব্যবহারকারীরা অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। যথেষ্ট ব্যবহারকারী পেলে আগামীতে এই ফোনে ক্লকওয়ার্কমড রিকভারি ইন্সটল ও কাস্টম রমের টিউটোরিয়াল দেয়া হবে।