ইয়াহু মেইল আপডেট করলো তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন

সার্চ ইঞ্জিন ব্যবসায় খুব একটা সুবিধাজনক অবস্থায় না থাকা কোম্পানি ইয়াহু সম্প্রতি তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে এনেছে পরিবর্তন। নতুন ডিজাইনের ইয়াহু মেইল অ্যাপ্লিকেশনে তারা ব্যবহারকারীদের আরও সহজ ইউজার ইন্টারফেস দিয়েছে বলে জানা গেছে।

সবার আগে যে পরিবর্তন চোখে পড়বে তা হলো তাদের অ্যাপ্লিকেশনের নাম। ইয়াহু মেইল থেকে ওয়াই! মেইলে নাম পরিবর্তন করা হয়েছে। এছাড়াও নতুন সংস্করণে পুল-টু-রিফ্রেশ সুবিধা যোগ করা হয়েছে যা ব্যবহারকারীরা অনেক আগে থেকে টুইটার, ফেসবুকসহ অনেক অ্যাপ্লিকেশনে উপভোগ করে আসছেন। পাশাপাশি স্লাইড-আউট ফোল্ডার, অ্যাকশন বার, ব্যাটারি কনজাম্পশন কমিয়ে আনাসহ ছোটখাটো বেশ কিছু ক্ষেত্রে আগের চেয়ে উন্নত করে তোলা হয়েছে।

ইয়াহু মেইল এক সময় অনেক জনপ্রিয় হলেও ইদানীং জিমেইল ও উইন্ডোজ লাইভের প্রতিই মানুষের বেশি ঝোঁক দেখা যায়। কেননা, জিমেইলের মাত্র একটি অ্যাকাউন্ট দিয়েই গুগলের অগণিত সেবা উপভোগ করা যায়। সার্চ ইঞ্জিন হিসেবে ইয়াহুর দাপট খুব একটা না থাকলেও কিছু কিছু সেবায় এখনও শীর্ষে আছে ইয়াহু। তার মধ্যে একটি হচ্ছে ছবি-শেয়ারিং-এর সাইট ফ্লিকআর।

কিন্তু তারপরও আপনার প্রাইমারি ইমেইল যদি ইয়াহু মেইল হয়ে থাকে তাহলে প্রতিনিয়ত মেইল চেক করতে অ্যান্ড্রয়েড ডাউনলোড করে নিতে পারেন ইয়াহু মেইলের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। আর ইতোমধ্যেই অ্যাপ্লিকেশনটি থাকলে তা সর্বশেষ সংস্করণে আপডেট করে নিতে পারেন।

গুগল প্লে স্টোর লিংকঃ ইয়াহু মেইল

দৈনন্দিন কাজে প্রাথমিক ইমেইল হিসেবে আপনার পছন্দ কোনটি? জিমেইল নাকি ইয়াহু মেইল? কেন?