অ্যান্ড্রয়েড গেমিং নিয়ে আগ্রহী অথচ ডেড স্পেসের নাম শোনেননি এমন গেমার বোধহয় কমই আছে। আজ গুগল প্লে স্টোরে মাত্র ৯৯ সেন্টে বিক্রি হচ্ছে দারুণ এই গেমের লাইফটাইম লাইসেন্স।
হাতেগোণা কিছু গেম রয়েছে অ্যান্ড্রয়েডে যেগুলো বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়। অবশ্য হাতেগোণা বললে ভুল হবে; গেম রয়েছে অনেক, কিন্তু এইচডি গেমের জগতে কয়েকটি নাম সবারই পরিচিত। এগুলোর মধ্যে আছে অ্যাসফাল্ট, ডেড স্পেস, নোভা ইত্যাদি। ডেড স্পেসের দাম এতোটা কমায় অনেক গেমারই আগেভাগে কিনে রাখছেন এই গেম। এমনকি যাদের সাপোর্টেড অ্যান্ড্রয়েড ডিভাইস নেই, তারাও আগেভাগে কিনে রাখছেন। পরে নেক্সাস ৭ বা ভালো কোনো ট্যাব কিনে ডাউনলোড করে নিলেই হবে!
ডেড স্পেস মূলত একটা সাই-ফাই থ্রিলার গেম। আপনি আপনাকে আবিষ্কার করবেন একটি মহাকাশযানে যার ক্রুদের হত্যা করে এলিয়েনরা দখল করে নিয়েছে। আপনার কাজ হবে এলিয়েনদের ধ্বংস করা ও আসলে শিপে কী হয়েছিল তা খুঁজে বের করা।
অনেকের মতেই বেশ বোরিং গেম এই ডেড স্পেস। কেননা, এটি খেলতে প্রচুর ধৈর্য্য আর সময়ের প্রয়োজন। তবে যারা গেম খেলে অভ্যস্ত, তারা এক কথায় একে ফার্স্ট ক্লাস গেমের খেতাব দিয়েছেন। তাই আপনার যদি গেমের ইচ্ছে থাকে, তাহলে নিজের লিংক থেকে প্লে স্টোরে গিয়ে সময় ফুরাবার আগেই কিনে নিন মাত্র ৯৯ সেন্টে।
গুগল প্লে স্টোর লিংকঃ ডেড স্পেস