ইন্সট্যাগ্রামের নাম ইতোমধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা শুনেছেন নিশ্চয়ই। প্রথমে আইফোনে এবং পরবর্তীতে আইপ্যাডে এই সাধারণ ছবি তোলার, ছবিতে ইফেক্ট যোগ করা এবং তা সোশাল নেটওয়ার্কের পাশাপাশি ইন্সট্যাগ্রামের নিজস্ব সার্ভারে শেয়ার করার সুবিধা দেয় এই অ্যাপ্লিকেশনটি। আর এটি এতোটাই জনপ্রিয়তা অর্জন করে নেয় যে, মাত্র হাতেগোণা কয়েকজনের তৈরি এই অ্যাপ্লিকেশনটি শত কোটি ডলারের বিনিময়ে কিনে নেয় সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট, ফেসবুক।
তবে ফেসবুককে রাজত্ব করতে দিতে নারাজ মহারাজ গুগল। আর তাই তারা সম্প্রতি স্ন্যাপসিড নামের একটি অ্যাপ্লিকেশন অ্যান্ড্রয়েডের জন্য আনলো। জানা গেছে, নতুন এই অ্যাপ্লিকেশনে ইন্সট্যাগ্রামের মতোই সাধারণ কিছু ইফেক্ট যোগ করা যাবে এবং গুগল প্লাসসহ অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটে ছবি শেয়ার করা যাবে।
নিক সফটওয়্যার নামের একটি কোম্পানি মূলত স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি তৈরি করে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গত বছর আইপ্যাডের বেস্ট অ্যাপ্লিকেশন অফ দ্য ইয়ার হিসেবে নির্বাচিত হয় স্ন্যাপসিড। তখন ৪.৯৯ ডলারে অ্যাপলের আইফোন আর আইপ্যাডের জন্য কেনা যেত স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি। এ থেকে বুঝতেই পারছেন একেবারেই অগ্রাহ্য করার মতো অ্যাপ্লিকেশন নয় এটি।
তবে গুগল নিক সফটওয়্যার থেকে অ্যাপ্লিকেশনটি কিনে নিয়েছে এবং আইওএস ও অ্যান্ড্রয়েডের জন্য এটি বিনামূল্যেই ডাউনলোড করার সুবিধা দিয়েছে।
স্ন্যাপসিডে বেশ কিছু ফটো এডিটিং টুল জুড়ে দেয়া হয়েছে। মৌলিক যেসব টুল সব ফটো এডিটরেই দেখা যায়, যেমন ছবি ক্রপ করা, স্ট্রেইটেন করা ইত্যাদি, এগুলোর পাশাপাশি ছবির নির্দিষ্ট অংশ উজ্জ্বল বা ডার্ক করা ইত্যাদি বিভিন্ন ইফেক্ট দেয়ার সুবিধা রয়েছে।
গুগলের এক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানিয়েছে, আগামীতে গুগল প্লাসের একটি সুবিধা এতে যোগ করা হবে যার নাম হবে কমিউনিটিস। তিনি বলেন, গুগল প্লাস হচ্ছে এমন একটি নেটওয়ার্ক যেখানে মানুষ তারই মতো ধ্যান-ধারণার অন্যান্য মানুষকে খুঁজে পেতে পারেন ও তাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। কমিউনিটিস সুবিধাটি চালু হলে ছবি শেয়ারের মাধ্যমেও একই মন-মানসিকতার মানুষ খুঁজে নেয়া যাবে।
উল্লেখ্য, ফেসবুক যেখানে অজ্ঞাত মানুষকে বন্ধুত্বের আবেদন পাঠাতে নিরুৎসাহিত করে, সেখানে গুগল প্লাস ঠিক এই জিনিসটিকেই উৎসাহ দেয়। এখানেই মূলত এই দুই সোশাল নেটওয়ার্কের মূল পার্থক্য। তবে ছবি তোলায় হাত থাকলে ইন্সট্যাগ্রামের পাশাপাশি স্ন্যাপসিড ব্যবহার করতেও পারেন যেহেতু এটি বিনামূল্যেই পাওয়া যাচ্ছে প্লে স্টোরে।
গুগল প্লে স্টোর লিংকঃ স্ন্যাপসিড
মোবাইল ফটোগ্রাফিতে আগ্রহ আছে? ইন্সট্যাগ্রাম ব্যবহার করছেন? অ্যান্ড্রয়েডে গুগলের তত্ত্বাবধানে নতুন আসা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনার কী মতামত?