প্রতিপক্ষের সঙ্গে টিকতে না পারলে এগিয়ে যাওয়ার সবচেয়ে সহজ পথ বোধহয় প্রতিপক্ষের দুর্বলতাগুলো খুঁজে বের করা। আর প্রশ্ন যখন প্রযুক্তি পণ্যের, তখন সেই দুর্বলতাগুলো নিজেদের পণ্যে দূর করে দিতে পারলেই বাজার হাতে এসে যায়। অনেকটা এরকম চিন্তা-ভাবনা থেকেই মাইক্রোসফট প্রতি বছরের শেষের দিকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ম্যালওয়্যার সংক্রান্ত দুর্দশার কথা জানাতে আহবান করে।
এবারও এর ব্যতিক্রম হয়নি। সম্প্রতি টুইটারে #DroidRage নামের একটি হ্যাশট্যাগে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বিভাগ তাদের অ্যাকাউন্ট থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে জানতে চেয়েছে তাদের অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার সংক্রান্ত দুর্দশার কথা। এই কাজ মাইক্রোসফটের একরকম ঐতিহ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে সিনেট। প্রায় প্রতি বছরই ডিসেম্বরে মাইক্রোসফট এই #DroidRage ক্যাম্পেইন করতে শুরু করে।
মাইক্রোসফট তাদের টুইটে আবার সবচেয়ে ভালো/খারাপ ঘটনা যিনি বলবেন তার জন্য একটি উপহারের ইঙ্গিতই দিয়েছে। ধারণা করা যায়, একটি উইন্ডোজ ফোনই উপহার হিসেবে পাবেন ভাগ্যবান সেই টুইটার ব্যবহারকারী। তবে সবার টুইট যে মাইক্রোসফট পড়ে দেখছে না, এমনটা হওয়া অস্বাভাবিক না।
তবে মজার বিষয় হলো, অ্যান্ড্রয়েডের প্রতি এই ইট মেরে পাটকেলও খাচ্ছে উইন্ডোজ ফোন তথা মাইক্রোসফট। যদিও কিছু কিছু ব্যবহারকারী উইন্ডোজ ফোনের আহবানে সাড়া দিয়ে তাদের অ্যান্ড্রয়েড দিয়ে ম্যালওয়্যার সংক্রান্ত দুর্দশার কথা শেয়ার করছেন, বেশির ভাগ মানুষই উল্টো আক্রমণ করছেন মাইক্রোসফটের প্রতি। তাও বেশ চালাকি করেই এসব টুইট লেখা হচ্ছে। নিচে দেখুন তেমনই একটি টুইট।
এছাড়াও আরেকজন টুইটারে বলছেন, যিনি এই ড্রয়েডরেজ নামের হ্যাশট্যাগ উদ্ভাবন করেছেন তিনি আসলে গোপনে গুগলে কাজ করেন।” এছাড়াও আরও মজার মজার (ও বাস্তব) টুইটও রয়েছে যারা WindowsRage হ্যাশট্যাগ দিয়ে টুইট করছেন। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল থেকে গালিব টুইট করে বলেছেন, ‘Sorry. We’re back. Had to reboot the PC.” আরেকজন লিখেছেন, #WindowsRage – still can’t get rid of all the bloatware on my church’s computer. Tired of seeing the blue screen of death.
টুইটারে না হলেও গুগল প্লাসে উইন্ডোজ রেজ বর্তমানে রয়েছে টপ ট্রেন্ডিং টপিকের ঘরে। টুইটারেও মূল ড্রয়েড রেজ হ্যাশট্যাগেই রয়েছে প্রচুর রিপ্লাই। এই ক্যাম্পেইন চালু করে মাইক্রোসফট কেবল উইন্ডোজ ফোনই নয়, তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যার আর ভাইরাসের ঘটনাও শুনতে বাধ্য হচ্ছে।
অ্যান্ড্রয়েডে ম্যালওয়্যার নেই এমনটা মোটেই নয়। বরং, অসতর্ক থাকলে ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু তাই বলে মাইক্রোসফট অ্যান্ড্রয়েডের ম্যালওয়্যার কাহিনী খুঁজতে শুরু করাটা আসলেই হাস্যকর; বিশেষ করে যখন তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ম্যালওয়্যার, ভাইরাস আর স্পাইওয়্যারে আক্রান্ত হওয়ার লক্ষ লক্ষ ঘটনা রয়েছে।
মাইক্রোসফটের এই টুইটের জবাব দিতে বললে আপনি কী বলবেন? টুইটার অ্যাকাউন্ট থাকলে অবশ্যই #DroidRage আর #WindowsRage হ্যাশট্যাগসহ ইংরেজিতে টুইট পাঠিয়ে দিন আর সঙ্গে আমাদেরও মেনশন করুন @AndroidKothon-এ। আর আপনার জবাবটি নিচেও লিখে দিন।