দুই সপ্তাহ পরই জেলি বিন আসতে পারে গ্যালাক্সি এস থ্রি-তে

android jelly bean

গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আইসক্রিম স্যান্ডউইচ (৪.০) সংস্করণটি সব ডিভাইসে আসার আগেই ৪.১ জেলি বিন সংস্করণটি তৈরি করা হয়। বাজারে প্রতিদ্বন্দ্বীদের আগে থাকতেই গুগলের নিজস্ব ট্যাবলেট নেক্সাস ৭-এর মাধ্যমে জেলি বিন প্রথম আত্মপ্রকাশ করে। এবার নতুন এই আপডেট অন্যতম জনপ্রিয় স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি এস থ্রি-তে শিগগিরই আসছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

স্যামমোবাইল নামের একটি ওয়েবসাইট গত সপ্তাহে প্রথম গ্যালাক্সি এস থ্রি হ্যান্ডসেটে জেলি বিন আপডেট আসার বিষয়টি জানায়। আর আজ তারা জানিয়েছে, এই মাসের শেষের দিক থেকেই গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীরা স্যামসাং কাইস (KIES) এবং ওটিএ পদ্ধতিতে আপডেট পেতে শুরু করবেন। ওয়েবসাইটটি আরও জানিয়েছে, জেলি বিনের একটি বিশেষ বিল্ড তারা গ্যালাক্সি এস থ্রি-তে পরীক্ষা করে দেখেছেন। এতে হাতের তালু ব্যবহার করে ডিভাইসের স্ক্রিনশট নেয়াসহ কয়েকটি নতুন সুবিধা যোগ হয়েছে। তবে মাইক্রোএসডি মেমোরি কার্ড কাজ না করা, কয়েকটি অ্যাপ্লিকেশন ইন্সটল না হওয়া ইত্যাদি কিছু সমস্যার কথাও তারা জানিয়েছে।

সাধারণত আনঅফিসিয়াল আপডেট ইন্সটল করলে আপনার স্যামসাং গ্যালাক্সি এস থ্রি ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে। তাই এখনই হ্যাক করে গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোনে অ্যান্ড্রয়েড জেলি বিন ইন্সটল করা গেলেও বুদ্ধিমানের এবং নিরাপদ কাজ হবে অফিসিয়াল আপডেট আসার জন্য অপেক্ষা করা। ভালো কিছু পাওয়ার জন্য দুই-তিন সপ্তাহ অপেক্ষা করাই যায়, তাই না?

নিচে দেখুন গ্যালাক্সি এস থ্রি স্মার্টফোনে জেলি বিন চালানোর একটি ভিডিওঃ

গ্যালাক্সি এস থ্রি ব্যবহারকারীদের মধ্যে কারা কারা অ্যান্ড্রয়েডের জেলি বিন সংস্করণ নিয়ে আশাবাদী তারা মন্তব্য করতে ভুলবেন না।