নেক্সাস ৭-এর জন্য আসছে অফিসিয়াল ডক

নেক্সাস ৭ ডক

নেক্সাস ৭ ট্যাবলেটের জন্য ইতোমধ্যেই বাজারে প্রচুর ডক রয়েছে। এমনকি কেউ ট্যাবলেটে প্রচুর টাইপ করতে চাইলেও তিনি লজিটেকের অ্যান্ড্রয়েড কিবোর্ড কিনলেও সঙ্গে পাবেন ট্যাবলেটের জন্য একটি ডক। কিন্তু অফিসিয়ালি এই প্রথম নেক্সাস ৭-এর জন্য ডক দেখা গেল।

নেক্সাস ৭-এর প্রস্তুতকারক আসুস নেক্সাস ৭-এর জন্য তৈরি করেছে একটি ডক। নেক্সাস ৭-এর জন্য বিশেষভাবে তৈরি এই ডকটি প্রাথমিকভাবে কেবল জাপানের ব্যবহারকারীদের কাছে বিক্রি করা হচ্ছে। আসুস জাপানের ওয়েবসাইটেই এই নেক্সাস ৭-এর ডক দেখা গেছে যা এই মাসেই বিক্রি শুরু হবে বলে জানা গেছে।

নতুন এই ডকে নেক্সাস নামটি খোদাই করা রয়েছে। কেবল এই বিষয়টিই অনেক ক্রেতাকে তাদের নেক্সাস ৭-এর জন্য এই ডক কিনতে আগ্রহী করে তুলবে। এছাড়াও এতে নেক্সাস ৭ চার্জ করার জন্য মাইক্রো-ইউএসবি কানেক্টর এবং স্পিকারের জন্য ৩.৫ এমএম লাইন-আউট রয়েছে। জাপানের বাজারে নেক্সাস ৭-এর এই ডকের দাম ধরা হয়েছে ৩,৪৮০ ইয়েন যা মার্কিন ডলারে প্রায় ৪২.২৩ ডলার। যেহেতু এটি আসুসের তৈরি ও এতে নেক্সাস নামটি খোদাই করা রয়েছে, তাই অচিরেই যুক্তরাষ্ট্রের বাজারেও এই ডক চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ডক মূলত একটি প্লাটফর্ম যার উ্পর আপনি আপনার ট্যাবলেট রেখে মুভি দেখতে, ব্রাউজিং করতে কিংবা ইবুক পড়তে পারবেন। ট্যাবলেটকে অনেকটা ল্যাপটপের মতো করে রাখার জন্য ডক ব্যবহৃত হয়।

বাংলাদেশের বাজারে নেক্সাস ৭-এর ডক আসলে আপনার কেনার ইচ্ছে আছে কি?