গত ২৬শে নভেম্বর সন্ধ্যায় অ্যান্ড্রয়েড কথন হ্যাকারের আক্রমণের শিকার হয়। এতে অ্যান্ড্রয়েড কথনের ডেটাবেস মুছে দেয়া হয় এবং সার্ভারে থাকা ফাইলও মুছে দেয়া হয়। অ্যান্ড্রয়েড কথনের উপর এই আকস্মিক আক্রমণের ফলে বন্ধ করে দেয়া হয় অ্যান্ড্রয়েড কথন। পাঠকদের প্রতি কী ঘটেছে তা জানিয়ে একটি পোস্ট প্রকাশের পর সাইট পুনরুদ্ধারের কাজ করা শুরু হয়। এরপর চালু করা হয় অন্তর্বর্তীকালীন অ্যান্ড্রয়েড কথন আপডেট সাইট যেখানে সাইটে কাজ চলাকালীন অ্যান্ড্রয়েড সংক্রান্ত খবর ও সাইটের আপডেট প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।
এরপর থেকে অ্যান্ড্রয়েড কথনের ডেটাবেস উদ্ধারের জন্য কাজ করা শুরু হয়। প্রাথমিকভাবে সর্বশেষ ব্যাকআপটি নেয়া হয় হ্যাকের দিন দুপুরে। কিন্তু কোনো এক সমস্যার কারণে সেই ব্যাকআপটি কাজ করছিল না। পরবর্তীতে ব্যাকআপ সেবাদাতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যাকআপ ফাইলটি ত্রুটি দূর করে দেন। ফলে, অ্যান্ড্রয়েড কথনের সব ডেটা তথা মন্তব্য, পোস্ট, স্ট্যাটস ইত্যাদি ফেরৎ পাওয়া সম্ভব হয়।
অ্যান্ড্রয়েড কথন হ্যাক কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অর্থাৎ, কোনো হ্যাকার র্যানডমলি অ্যান্ড্রয়েড কথনকে বেছে নিয়ে হ্যাক করেনি। বরং, অ্যান্ড্রয়েড কথনকে টার্গেট করে এটি বন্ধের জন্য সক্রিয় তৎপরতা চালিয়ে গেছেন। এই কারণে অ্যান্ড্রয়েড কথন গত চারদিনে তিন-চারবার ফেরৎ আনা হলেও হ্যাকার বারবার সাইটের ডেটা মুছে দিয়েছেন।
বর্তমানে আমরা অ্যান্ড্রয়েড কথনকে যতোটা সম্ভব নিরাপদ করার চেষ্টা করে চলেছি। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিখ্যাত সেবা ও প্রতি মূহুর্তের সব তথ্য ও মন্তব্য ব্যাকআপ রাখার জন্য ওয়ার্ডপ্রেসের মূল কোম্পানি অটোম্যাটটিক (Automattic) এর নিজস্ব ব্যাকআপ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে অ্যান্ড্রয়েড কথনে। তবে এখনও সব কাজ শেষ না হওয়ায় অ্যান্ড্রয়েড কথন কিছুটা ধীরগতির মনে হতে পারে। এছাড়াও কিছুদিনের মধ্যে অ্যান্ড্রয়েড কথনে আবারও কাজ করা হলে সাইট কিছুক্ষণ বা কিছুদিনের জন্য ডাউন থাকতে পারে। সেক্ষেত্রে পাঠকদের অন্তর্বর্তীকালীন আপডেট সাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হচ্ছে।
অ্যান্ড্রয়েড কথন হ্যাক করে কে বা কারা কীভাবে লাভবান হয়েছেন তা এখনও আমরা জানি না বা বুঝতে পারিনি। তবে এই ঘটনায় যেভাবে আমরা আমাদের পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সহায়তা পেয়েছি তা অভাবনীয়। বিশেষ করে 3Xp1R3 সাইবার আর্মি গ্রুপ, ক্যাসপারস্কির সাপোর্ট ডেস্ক থেকে জনাব মাসুমসহ অনেকেই স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে আমাদের পরামর্শ দিয়ে ও বিভিন্নভাবে সাহায্য করেছেন। যাত্রা শুরুর মাত্র ৩ মাসে পাঠকশ্রেণী থেকে এই বিপুল সহায়তা ও শুভ কামনা পেয়ে আমরা বিস্মিত ও আনন্দিত।
অ্যান্ড্রয়েড কথন আবার আপনাদের মাঝে ফিরে এসেছে। আমরা আবার আগের মতো আপনাদের জন্য অ্যান্ড্রয়েড জগতের সর্বশেষ খবর, বিভিন্ন টিপস, টিউটোরিয়াল, অ্যান্ড্রয়েড গেমস ও অ্যাপ্লিকেশন রিভিউ ইত্যাদি প্রকাশ করে যাবো। আপদকালীন ৪ দিন অ্যান্ড্রয়েড কথনের জন্য আপনাদের সাপোর্ট ও ধৈর্য্যের জন্য আবারও পাঠকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
— সজীব
অ্যাডমিন ও লিড রাইটার,
অ্যান্ড্রয়েড কথন।