বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে গুগল প্লে স্টোরে। ধারণা করা হচ্ছে, ডিজাইনেও চোখে পড়ার মতো পরিবর্তন আনা হবে। সেইসঙ্গে আরেকটি বড় পরিবর্তন করা হবে ব্যবহারকারীর অ্যাপ্লিকেশন ও গেমস রিভিউ লেখার ক্ষেত্রে। নতুন প্লে স্টোরের কিছু কোড ঘেঁটে ডেভেলপাররা উদ্ধার করেছেন এমন কিছু তথ্য, যা এ বিষয়ে মোটামুটি নিশ্চিত করেছে যে, আগামীতে প্লে স্টোরে রিভিউ লিখতে আপনার প্রয়োজন হবে একটি গুগল প্লাস অ্যাকাউন্ট।
উপরের ছবিতে যেমনটা দেখছেন, এসব গুগল প্লাস সংক্রান্ত আইকন প্লে স্টোরের নতুন এপিকে ফাইলে সিনিয়র ডেভেলপাররা খুঁজে বের করেছেন। সেই সঙ্গে নিচের কোডগুলোও তারা প্লে স্টোর থেকেই উদ্ধার করেছেন।
<string name=”reviews_google_plus_required”>”From now on, reviews you write will be posted publicly using your Google+ name and picture. Your name on previous reviews will appear as “A Google User.””</string>
<string name=”reviews_google_plus_required_backup”>”Google Play is now connected with Google+ to help you find reviews you trust. New reviews will be posted publicly using your Google+ name and picture. Your name on previous reviews will appear as “A Google User.””</string>
<string name=”reviews_join_google_plus”>Join now</string>
<string name=”reviews_join_google_plus_backup”>Join Google+</string>
লেখাগুলো খেয়াল করলে দেখবেন, গুগল প্লাসে অ্যাকাউন্ট না থাকলে বা লগইন না করলে আপনাকে এই্ মেসেজগুলো দেখানো হবে। আর এমনটা সত্যি হলে গুগল প্লাস অ্যাকাউন্ট ছাড়া আর কেউ কোনো রিভিউ সাবমিট করতে পারবেন না।
গুগল এর মাধ্যমে তাদের সোশাল নেটওয়ার্কিং-এ পদার্পণকে ত্বরান্বিত করার চেষ্টা করছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইতোমধ্যেই অনেকে এই নতুন নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত এটি চালু করা হয়নি বিধায় বেশিরভাগ মানুষ এই প্রয়োজনীয়তাকে কীভাবে নেবেন তা বলা যাচ্ছে না।
গুগল প্লাস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার কিছু ভালো দিক আর খারাপ দিক রয়েছে। রিভিউ লেখকরা তাদের লেখা সবগুলো রিভিউ তাদের গুগল প্লাস অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে শেয়ার করতে পারবেন। এছাড়াও তাদের লেখা সবগুলো রিভিউ তাদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকার ফলে সহজেই নিজের লেখা রিভিউগুলো খুঁজে বের করতে পারবেন। এগুলো হচ্ছে গুগল প্লাস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার ভালো দিক।
অন্যদিকে লগইন বাধ্যতামূলক করায় অনেকেই আর রিভিউ লিখতে চাইবেন না। এতে করে অ্যাপ্লিকেশন সম্পর্কে অন্যান্য ব্যবহারকারীদের মতামত প্রদানের হার কমে আসবে যা ব্যবহারকারী ও ডেভেলপার উভয়ের জন্যই সুখকর নয়। তবে এখন পর্যন্ত এটি বাধ্যতামূলক করা হয়নি বলে এখনই কিছু বলা যাচ্ছে না।
আপনাদের কী মত? গুগল প্লাস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা হলে প্লে স্টোরের উপর এর প্রভাব কি ইতিবাচক হবে নাকি নেতিবাচক?