এলো অ্যান্ড্রয়েডে ট্যাবলেটের জন্য বিশেষভাবে তৈরি স্কাইপ ৩.০

অ্যান্ড্রয়েড প্লাটফর্মের জন্য স্কাইপের নতুন সংস্করণ ৩.০ সম্প্রতি অবমুক্ত করা হয়েছে। স্কাইপ কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এই সংস্করণে ভয়েস সাউন্ড কোয়ালিটির পাশাপাশি বড় আকারের স্ক্রিনের জন্য বিশেষভাবে ডিজাইন যোগ করা হয়েছে। ট্যাবলেট ডিভাইস ব্যবহারকারীরা নতুন এই সংস্করণ পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছে স্কাইপ।

অনলাইনে বিনামূল্যে ভয়েস এবং ভিডিও কলের জন্য স্কাইপ সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। কেবল ফ্রি-ই নয়, সাশ্রয়ী খরচের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন মোবাইল ও ল্যান্ডফোনে কথা বলার জন্যও স্কাইপ এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। 

স্কাইপ জানিয়েছে, স্কাইপ ৩.০ সংস্করণে তাদের নিজস্ব সিল্ক কোডেক ব্যবহৃত হয়েছে যা ব্যবহারকারীরা আগের চেয়ে উন্নত সাউন্ড কোয়ালিটি দেবে। তবে ভিডিও কলের ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে বলে গিগাওম জানিয়েছে। তাদের দেয়া তথ্যমতে, ভিডিও কলের সময় ল্যান্ডস্কেপ মোড ছাড়া ভিডিও কল করা যাচ্ছিল না। সাধারণত ডিভাইসের সামনেই ক্যামেরা থাকে আর এটি পোর্ট্রেট মোডের জন্য উপযোগী করেই তৈরি করা হয়। কিন্তু ট্যাবলেট ডিভাইসের ক্যামেরা মাঝামাঝি থাকে যা ল্যান্ডস্কেপ মোডে কথা বলার উপযোগী। ট্যাবলেট ডিভাইসকে মাথায় রেখে ডিজাইন করা স্কাইপ ৩.০ মোবাইলে কিছুটা সমস্যা করছে।

তবে এটি নির্দিষ্ট কিছু ডিভাইসে হতে পারে। কেননা, গিগাওম জানিয়েছে, একটি স্মার্টফোনে পোর্ট্রেট মোডেই ভিডিও কল করা গেছে।

স্কাইপ ৩.০ একটি মেজর রিলিজ বলে এখনও এতে ছোটখাটো কিছু বাগ থাকা স্বাভাবিক। তবে ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য স্কাইপ ৩.০ একটি রেকমেন্ডেড আপডেট।

ভয়েস ও ভিডিও কলের জন্য আপনার পছন্দের সেবা কোনটি? আপনার ফোনে স্কাইপ ইন্সটল করা আছে?