গুগল প্লে স্টোরে ট্যাবলেটের জন্য বিশেষভাবে তৈরি অ্যাপ্লিকেশনের ঘাটতি রয়েছে, এ কথা অ্যান্ড্রয়েড বিভাগের ডিরেক্টর নিজেই স্বীকার করেছেন। অবশ্য এর যথেষ্ট কারণও আছে। অ্যান্ড্রয়েড জগতে ট্যাবলেটের কথা বললে খুব অল্প সংখ্যক ট্যাবের নামই উঠে আসে। এগুলোর মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি ট্যাবের কয়েকটি সংস্করণ, এসার আইকনিয়া ও চাইনিজ কিছু ব্র্যান্ড। কিন্তু সম্প্রতি গুগলের নেক্সাস ৭ এবং নেক্সাস ১০ এর মাধ্যমে ট্যাবলেট মার্কেটটাও ফুলে উঠছে। আর সে জন্যই অ্যাপ্লিকেশন নির্মাতারা বড় আকারের স্ক্রিনের জন্য বিশেষভাবে অ্যাপ্লিকেশন তৈরি করার দিকে মনোযোগ দিচ্ছেন।
আর এই কাজটি ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বিশ্বের সর্ববৃহৎ ই-কমার্স সাইট, অ্যামাজন।
অ্যামাজন মোবাইল নামের এই অ্যাপ্লিকেশনটি এখন বড় আকারের স্ক্রিনের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে। তবে এটি কেবল অ্যান্ড্রয়েড ৪.১+ এবং ৭” আকারের ডিসপ্লের 1280×800 রেজুলেশন স্ক্রিনের জন্য উপযোগী। আর কারো যদি মনে থাকে, তাহলে হয়তো ইতোমধ্যেই বুঝে গেছেন, এর মানে নেক্সাস ৭-এর জন্য বিশেষভাবে উপযোগী করে তোলা হয়েছে এই অ্যাপ্লিকেশন।
আমরা আগেও বলেছি যে, ট্যাবলেট জগতে এখন নেক্সাস ৭-কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। কারণ, এটি একইসঙ্গে বাজেট-বান্ধব মোটামুটি ক্ষমতাসম্পন্ন ও গুগলের তত্ত্বাবধানে তৈরি ট্যাবলেট ডিভাইস। তাই কেউ ট্যাবলেট কেনার ধান্ধায় থাকলে নির্দ্বিধায় নেক্সাস ৭-এর যে কোনো সংস্করণ কিনে নিতে পারেন। যদিও বাংলাদেশের জন্য নেক্সাস ৭-এর ৩জি সংস্করণটি সবচেয়ে ভালো হবে, কিন্তু দামের দিক দিয়ে একটু বেশিই হবে ৩২ গিগাবাইটের নেক্সাস ৭ ৩জি।
গুগল প্লে স্টোর লিংকঃ অ্যামাজন মোবাইল