অবশেষে অ্যান্ড্রয়েডে এলো তুমুল জনপ্রিয় পিন্টারেস্ট

পিন্টারেস্ট নাম অনেকেই শুনে থাকবেন। নতুন এই সেবাটি সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই তুমুল জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। মূলত ছবিকে “পিন” হিসেবে ব্যবহারকারীর “পিনবোর্ডে” শেয়ার করার এই সেবাটিই এর নতুন ধারণা, ব্যবহার-বান্ধব ডিজাইন এবং বিভিন্ন সুবিধার কারণে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু এতোদিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা পিন্টারেস্ট ব্যবহারের জন্য কোনো অ্যাপ্লিকেশন পাননি। এবার পিন্টারেস্ট প্রকাশ করলো তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।

pinterest for androidঅনেকদিন ধরেই পিন্টারেস্টের ফেসবুকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায় ঝড় তুলেছিলেন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে, পিন্টারেস্টের অফিসে সবাই কিছু হলেই “অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কবে আসবে” বলে মজা করতে শুরু করেন। তবে তাই বলে বসে থাকেননি পিন্টারেস্টের ডেভেলপাররা। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইপ্যাডের জন্যও নতুন অ্যাপ্লিকেশন মুক্তি দিয়েছে তারা। পাশাপাশি আইফোনের অ্যাপ্লিকেশনটিও আগের সংস্করণ থেকে আপডেট করা হয়েছে।

পিন্টারেস্টের হাজার হাজার ব্যবহারকারীর মাঝে আপনার কিছু শেয়ার করার না থাকলেও আপনি খুঁজে পেতে পারেন নতুন নতুন রেসিপি, আগামী ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য জায়গা, আপনার বাসার ইন্টেরিয়র সাজাতে নতুন নতুন ডিজাইন আইডিয়া ইত্যাদি। এর সবই আপনি আবার “রিপিন” নামের একটি সুবিধার মাধ্যমে আপনার অ্যাকাউন্টে রাখতে পারবেন। আলাদা আলাদা বোর্ড তৈরি করে এক জাতীয় বিষয়গুলো একটি বোর্ডের অধীনে রিপিন করতে পারবেন। আবার আপনি চাইলে এগুলো সবার জন্য উন্মুক্তও করে দিতে পারেন যাতে অনেকটা টুইটারের মতোই যে কেউ আপনাকে ফলো করতে পারে। এতে করে আপনার পিনগুলো তারাও তাদের হোমপেজেই দেখতে পাবেন।

পিন্টারেস্টের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ওয়েবের প্রায় সব সুবিধাই পাওয়া যাবে। এর মাধ্যমে আপনি ব্রাউজিং-এর সময় লিংক বা ছবি পিন করতে পারবেন, অন্যের পিন শেয়ার বা রিপিন করতে পারবেন, লাইক বা মন্তব্য করতে পারবেন, নতুন নতুন পিন ঘুরে দেখতে পারবেন এবং ভালো লাগলে ফলো করতে পারবেন, সবশেষে ক্যামেরা থেকেই সরাসরি ছবি পিন করার সুবিধা পাবেন।

পিন্টারেস্ট ফ্যানরা তো বটেই, যারা এখনো পিন্টারেস্ট ব্যবহার করেননি তারাও নতুন এই ব্যতিক্রমী সোশাল মিডিয়াটি ঘেঁটে দেখতে পারেন। নিচের লিংক থেকে অথবা কিউআর কোডটি স্ক্যান করে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ডাউনলোড করে নিন পিন্টারেস্ট।

গুগল প্লে স্টোর লিংকঃ পিন্টারেস্টqr code for pinterest on android

ব্যবহারের পর পিন্টারেস্ট নিয়ে আপনার অভিজ্ঞতা মন্তব্যের ঘরে আমাদের জানাতে ভুলবেন না যেন। (আর কেউ আমাকে পিন্টারেস্টে ফলো করতে চাইলে এখানে দেখতে পারেন। ওয়েবে লিংকটি দেখলে পিন্টারেস্ট সম্পর্কে ধারণাও পাবেন।)

আর হ্যাঁ, চাইলে ওয়েবের যে কোনো সামগ্রী বা লেখার পাশাপাশি অ্যান্ড্রয়েড কথনের পোস্টও সরাসরি পিন করতে পারবেন পিন্টারেস্টে। এ জন্য প্রতি পোস্টের শেষে সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোয় শেয়ারের আইকনগুলোয় P লেখা আইকনটি খুঁজে নিন!