ডিসেম্বর মাস নেই অ্যান্ড্রয়েড ৪.২-এর ক্যালেন্ডারে!

গুগল হেডকোয়ার্টারের সামনে থাকা অ্যান্ড্রয়েড জেলি বিন ভাস্কর্য।

গুগল গত মাসের শেষের দিকে তাদের নেক্সাস ৭ এর নতুন সংস্করণ, নেক্সাস ৪ এবং নেক্সাস ১০-এর সঙ্গে অবমুক্ত করেছে অ্যান্ড্রয়েড ৪.২ যা ৪.১ জেলি বিনেরই একটি মাইনর আপডেট। এ মাসের ১৩ তারিখ থেকে ক্রেতাদের হাতে আসতেও শুরু করেছে অ্যান্ড্রয়েড ৪.২-চালিত নেক্সাস ৪ এবং নেক্সাস ১০; সেই সঙ্গে গ্যালাক্সি নেক্সাস ও নেক্সাস ৭-এর জন্যও বেরিয়েছে অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণ। কিন্তু হঠাৎই এই সংস্করণে এক অদ্ভূত ত্রুটি ধরা পড়েছে। এই অ্যান্ড্রয়েড সংস্করণের মতে, ১১ মাসে এক বছর!

“পিপল” নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েড ৪.২-এ যেটি আপনার সোশাল মিডিয়া ও ক্যালেন্ডার থেকে বন্ধুদের জন্মদিনসহ বিভিন্ন ইভেন্টের আপডেট দিয়ে থাকে। কিন্তু আপনার বন্ধুতালিকায় কারো জন্মদিন যদি ডিসেম্বর মাসে থাকে, তাহলে এখনই অ্যান্ড্রয়েড ৪.২ আপনাকে কোনো আপডেট দেবে না। কেননা, এই অ্যাপ্লিকেশনে ডিসেম্বর মাসটিই নেই!

এনগ্যাজেট জানিয়েছে, এই বাগ সম্পর্কে গুগল ইতোমধ্যেই জানতে পেরেছে। কিন্তু এখনও তারা কোনো ফিক্স বের করেনি।

ক্যালেন্ডার থেকে ডিসেম্বর মাস বাদ পড়ে যাওয়াটা হয়তো ছোটখাটো ত্রুটির মধ্যেই পড়ে, আর খুব শীঘ্রই এটি ঠিকও করে দেয়া হবে বলে আমাদের বিশ্বাস। কিন্তু এমন অদ্ভূত বাগ খুব কমই পাওয়া যায় আর এটা বেশ হাস্যকরও বটে। এ জন্যই পাঠকদের সঙ্গে শেয়ার করা হলো ডিসেম্বর মাসের নিখোঁজ সংবাদ।