এলো নেক্সাস ৪ রুট, বুটলোডার আনলক, ব্যাকআপ-রিস্টোর ইত্যাদি কাজের উপযোগী টুলকিট

নেক্সাস ডিভাইস কেনার আরও একটি কারণ চান? আমরা আপনাকে নেক্সাস কেনার জন্য আরও ফুসলিয়ে দিচ্ছি। কেননা, যেখানে নতুন অ্যান্ড্রয়েড সেট কেনার পর তা রুট, বুটলোডার আনলক, স্টক রম ব্যাকআ্প ইত্যাদির পদ্ধতি খুঁজতে খুঁজতে মাসের পর মাস চলে যায়, সেখানে নেক্সাস ৪ এখনও সবার হাতে আসার আগেই বেরিয়ে গেছে এটি রুট, আনলক, ব্যাকআপ-রিস্টোর ইত্যাদি করার টুলকিট।

শুনতে অদ্ভূত লাগলেও ঘটনা আসলে সত্য। এক্সডিএ’র এক সিনিয়র ডেভেলপার, যিনি এর আগে নেক্সাস ৭-এর টুলকিট তৈরি করেছিলেন, ইতোমধ্যেই নেক্সাস ৭ টুলকিটের প্রথম সংস্করণ অবমুক্ত করেছেন। এই টুল দিয়ে আপনার নেক্সাস ৪-এর জন্য প্রয়োজনীয় এডিবি ড্রাইভার ইন্সটল, স্টক জেলিবিন রুট, অ্যাপ্লিকেশন ও সেটিংস ব্যাকআপ, ন্যান্ড্রয়েড ব্যাকআপ, বুটলোডার লক-আনলক ইত্যাদি কাজ কল্পনার চেয়েও সহজে করতে পারবেন।

নেক্সাস ডিভাইসগুলোর জনপ্রিয়তা বেশি থাকায় স্বাভাবিকভাবেই এগুলোর প্রতি ডেভেলপারদের নজরও বেশি থাকে। এছাড়াও নেক্সাস ৭ আসার পর থেকে ইন্ডাস্ট্রিতে এগুলোকে অনেকটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা শুরু হয়েছে। কেননা, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের পেছনে যেই গুগল, নেক্সাস ডিভাইসগুলোর পেছনেও সেই গুগলই। তাই অ্যান্ড্রয়েড নিয়ে গুগল কী অর্জন করতে চায় তার প্রতিফলন ঘটে থাকে নেক্সাস ডিভাইসে, যা সম্প্রতি তিনটি ভিন্ন আকারে বাজারে এসেছে।

নেক্সাস ডিভাইসকে স্ট্যান্ডার্ড হিসেবে নেয়ার একটি প্রমাণ দেখিয়েছে ক্যানোনিক্যাল যারা ইতোমধ্যেই সফলভাবে পুরো উবুন্টু অপারেটিং সিস্টেমকে নিয়ে এসেছে নেক্সাস ৭-এ। এছাড়াও গেমিং-এর জন্যও নেক্সাস ৭-কে স্ট্যান্ডার্ড হিসেবে ধরেই অনেক এইচডি গেম রিভিউ করা হয়ে থাকে। এর সবই নেক্সাস ৪ ও নেক্সাস ১০ প্লে স্টোরে আসার মাত্র কয়েক মূহুর্তের মধ্যেই বিক্রি শেষ হয়ে যাবার পেছনে অবদান রেখেছে।

নেক্সাস ৪ এবং নেক্সাস ১০ কেনার জন্য অনেকেই উদগ্রীব হয়ে আছেন। বাংলাদেশে আসলে অনেকেই এসব ডিভাইস কিনে ফেলবেন। তখন যেন কাজে লাগে সে জন্য আজই এই পোস্টটি বুকমার্ক করে রাখতে পারেন। কেননা, নেক্সাস ৪-এর জন্য উন্মুক্ত হওয়া টুলকিটটি ডাউনলোড করতে পারবেন এক্সডিএ-তে এই লিংক থেকে

নেক্সাস ৪ আর নেক্সাস ১০ থেকে বেছে নিতে বলা হলে আপনি কোনটি কিনবেন?