[মজার ছবি] এসে গেলো চাইনিজ স্টিভ জবস!

অনেকদিন ধরে কেবল টেকনিক্যাল বিষয়ে আলোচনা আর খবর প্রকাশিত হচ্ছে। শেষ বহুদিন আগে মজা করে একটা পোস্ট প্রকাশিত হয়েছিল যেটা পাঠকরা বেশ পছন্দ করেছিলেন। আজ অ্যান্ড্রয়েড কথনের ফান বিভাগে চলে এলো আরেকটি মজার পোস্ট। তবে সাইট অ্যান্ড্রয়েড নিয়ে হলেও গতবারের মতো এবারও মজার বিষয়বস্তু কিন্তু অ্যাপল! এ নিয়ে অ্যাপলপ্রেমীরা আবার রাগ করে বসবেন না যেন!

আমরা সবাই জানি, চাইনিজরা যে কোনো ইলেকট্রনিক সামগ্রীর হুবহু নকল তৈরি করতে ওস্তাদ। আইফোন বলুন, আইপ্যাড বলুন, অ্যান্ড্রয়েডের যে কোনো জনপ্রিয় ডিভাইসের কথাই বলুন না কেন, চাইনিজরা অর্ডার পাওয়ামাত্রই আপনাকে তৈরি করে দেবে হুবহু এক রকম দেখতে হ্যান্ডসেট বা ট্যাবলেট।এগুলো সম্ভব হচ্ছে কারণ এসব ডিভাইসের আসলগুলো বেশিরভাগই চীনেই অ্যাসেম্বল করা হয়। চীনে অ্যাসেম্বল করা হয় বলে যে তারা পুরো প্রযুক্তিটাই মেরে দেয় তা কিন্তু না! বরং Lookalike বলতে যা বোঝায়, তারা সেই ধরনের ডিভাইস প্রস্তুত করতে অভিজ্ঞ।

চাইনিজ অ্যান্ড্রয়েড, আইফোন বা আইপ্যাডের কথা তো পুরনো। কিন্তু কেউ কি কখনো চাইনিজ স্টিভ জবসের অভাব অনুভব করেছেন? যদি করে থাকেন, তাহলে অপেক্ষার দিন শেষ। চলে এলো চাইনিজ স্টিভ জবস! তিনি পরিচয় করিয়ে দিচ্ছেন যুগান্তকারী চাইপ্যাড (চাইনিজ আইপ্যাড)। 😛

চাইনিজ স্টিভ জবস

অ্যাপলের অভ্যাস অনুযায়ী পেটেন্ট ভঙ্গের দায়ে এই স্টিভ জবসকেও আদালতে পুরে দেয়ার কথা ছিল। কিন্তু সম্ভবত স্টিভ জবসের পেটেন্ট করা ছিল না তাই এ যাত্রা চাইনিজরা বেঁচে গেল।

আপনাদের কী মত?