রুট করুন সনি এক্সপেরিয়া সোলা আইসক্রিম স্যান্ডউইচ (বোনাসঃ আনরুট পদ্ধতি)

রুট

ডুয়েল কোর ১ গিগাহার্জ প্রসেসরসহ ৩.৭ ইঞ্চি আকারের সনি এক্সপেরিয়া সোলা মিড-রেঞ্জের ফোন হিসেবে যথেষ্টই জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। যদিও এই ডিভাইসের নিচের দিকের বাড়তি অংশ নিয়ে অনেকের মাথা ব্যাথা আছে, তবুও মধ্যম-বাজেটের ফোন হিসেবে কোনোদিক দিয়েই কম না এক্সপেরিয়া সোলা। তাছাড়া সম্প্রতি এতে আইসক্রিম স্যান্ডউইচ আপডেটও দেয়া হয়েছে।

কিন্তু অ্যান্ড্রয়েডের আসল মজা পেতে যে রুট করতে হয় তা আমরা অনেকেই জানি। আর তাই আজ আমরা দেখাবো Sony Xperia Sola Root করার সহজতম পদ্ধতি।

জ্ঞাতব্য

  • রুট কী ও কেন লেখা থেকে রুট সংক্রান্ত ঝুঁকিগুলো জেনে নিন।
  • এই টুল ব্যবহার করে কেবল আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৪) চালিত সোলা রুট করা যাবে।
  • ব্যাটারি অবশ্যই ন্যূনতম ৭৫% চার্জ থাকতে হবে।
  • কোনো কারণে ব্যর্থ হলে কোনো ক্ষতির জন্য অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না।

ডাউনলোড

  • এই পোস্টে গিয়ে অ্যাটাচমেন্টে থাকা প্রায় ২ মেগাবাইটের ফাইলটি ডাউনলোড করুন।

পদ্ধতি

  • প্রথমে সেটিংস থেকে Development -> USB Debugging এ টিকচিহ্ন দিন।
  • এবার ডাউনলোড করা ফাইলটি আনজিপ করুন।
  • Runme.bat ফাইলটি চালু করুন।
  • কমান্ড লাইনে প্রেস করে এন্টার চাপুন।
  • এবার কমান্ড লাইন স্ক্রিনেই নির্দেশনা দেয়া থাকবে। এগুলো ফলো করতে থাকুন।

দুই থেকে তিনবার রিস্টার্ট নেয়ার পর আপনার এক্সপেরিয়া সোলা রুট হয়ে যাবে।

আনরুট

আনরুট করার মাধ্যমে রুটের দ্বারা প্রাপ্ত অধিকার বা পারমিশনগুলো ফিরিয়ে দেয়া হয়। সাধারণত ওয়ারেন্টি ক্লেইম করতে গেলে সেট আনরুট করার প্রয়োজন পড়তে পারে। তবে এখানে আনরুটের পদ্ধতি দিয়ে দেয়া হলো।

  • উপরের পদ্ধতির প্রথম তিন ধাপ সম্পন্ন করুন।
  • চতুর্থ ধাপে 1 এর পরিবর্তে x (এক্স) চেপে এন্টার প্রেস করুন।

কিছুক্ষণের মধ্যেই আপনার সোলা আনরুট হয়ে যাবে।

আইসক্রিম স্যান্ডউইচ চালিত এক্সপেরিয়া সোলা ব্যবহারকারীরা উপরের পদ্ধতিতে রুট করার চেষ্টা করতে পারেন। রুট করতে ব্যর্থ বা সফল হলে অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন।