দেশে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠা মোবাইল ফোন ব্র্যান্ড সিম্ফনি কেবল অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই সীমাবদ্ধ থাকছে না। সম্প্রতি জানা গেছে, অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মার্কেটেও পদার্পণ করতে যাচ্ছে তারা। আর তা আগামী মাসের শেষের দিকেই ঘটতে যাচ্ছে।
সিম্ফনি মোবাইল সম্প্রতি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে টি৭ এবং টি৮ নামের দু’টি ট্যাবলেট সম্পর্কে জানিয়েছে। আইসক্রিম স্যান্ডউইচ ৪.০.৪ সংস্করণ চালিত এই ট্যাবলেটগুলোই ডিসেম্বরের শেষের দিকে বাজারে আসবে বলে জানানো হয়েছে।
উপরের ছবিটিই সিম্ফনি অ্যান্ড্রয়েড ট্যাবলেট টি৮ হিসেবে ফেসবুকে প্রকাশিত হয়েছে। সিম্ফনি জানিয়েছে, ৮ ইঞ্চি আকারের এই ট্যাবলেটের ডিসপ্লে রেজুলেশন হবে 1024 x 768 পিক্সেল। এতে ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ভিজিএ ফ্রন্ট ক্যামেরা থাকবে। এছাড়াও ১ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর, ৪ গিগাবাইট রম ও ১ গিগাবাইট র্যাম সমৃদ্ধ এই ট্যাবলেটে মোশন সেন্সর, জি-সেন্সর ও অ্যাক্সেলেরোমিটার রয়েছে।
ইন্টারনেট সুবিধার জন্য এতে ৩জি, ওয়াই-ফাই এবং এজ কানেক্টিভিটি রয়েছে। এছাড়াও জিপিএস প্রযুক্তিও রয়েছে।
৭ ইঞ্চি আকারের আরেকটি ট্যাবলেটের ছবিও প্রকাশিত হয়েছে (উপরে) যার স্পেসিফিকেশন ৮ ইঞ্চি আকারের ট্যাবলেটের মতোই। এর নাম দেয়া হয়েছে টি৭ এবং এটি টি৮ এর চেয়ে এক ইঞ্চি ছোট হওয়ায় এর রেজুলেশনও টি৮-এর তুলনায় কমে 800 x 480 রেজুলেশনে দাঁড়িয়েছে। প্রসেসর, রম, ক্যামেরা, সেন্সর ও ইন্টারনেট সুবিধা বাকি সবই টি৭ ও টি৮-এ একরকম বলে লেখা হয়েছে। কেবল টি৭-এ র্যাম আছে ৫১২ মেগাবাইট।
এছাড়াও নভেম্বরের শেষের দিকে অ্যান্ড্রয়েড-চালিত আরেকটি স্মার্টফোন ডব্লিউ ৬০ বাজারে আনার কথাও নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। তবে এসব ডিভাইস সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে পাঠানোর কোনো জবাব পাওয়া যায়নি।