ভারতে আসলো কমদামী ৭” অ্যান্ড্রয়েড ট্যাবলেট “আকাশ ২.০”

প্রযুক্তিগত দিক দিয়ে আমাদের চেয়ে পাশ্ববর্তী দেশ ভারত অনেকটাই এগিয়ে। এ কথা মানতেই হবে। আর সেই অগ্রযাত্রারই আরেক ধাপ হিসেবে গতকাল সরকারীভাবে তৈরি অ্যান্ড্রয়েড ট্যাবলেট “আকাশ” এর দ্বিতীয় সংস্করণ অবমুক্ত করা হয়েছে। দেশটির মন্ত্রী শ্রী প্রণব মুখার্জী জাতীয় শিক্ষা দিবস উপলক্ষ্যে এই নতুন ট্যাবলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আকাশ ২

“আকাশ” এর আগেও ভারতের বাজারে এসেছিল। কিন্তু বাংলাদেশের “দোয়েল” ল্যাপটপের মতোই ভারতের বাজারে আকাশ ট্যাবলেট খুব একটা সফলতা অর্জন করতে পারেনি। তবে আকাশ ২.০-কে সম্পূর্ণ নতুনভাবে ডিজাইন করা হয়েছে আর এতে বেশ সন্তোষজনক কিছু হার্ডওয়্যারও দেয়া হয়েছে। কানাডার কোম্পানি ডাটাউইন্ড ভারতীয় সরকারের হয়ে আকাশ ২.০ প্রস্তুত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আকাশ ২.০-তে রয়েছে ১ গিগাহার্জ করটেক্স এ৮ প্রসেসর, ৭ ইঞ্চি ক্যাপাসিটিভ ডিসপ্লে, ৫১২ র‌্যাম, ৪ গিগাবাইট রম যা মাইক্রো এসডি স্লটের মাধ্যমে বাড়ানোর সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ট্যাবলেটে ৩০০০ এমএএইচ ব্যাটারি দেয়া হয়েছে। তবে ক্যামেরা আছে কি না সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ভারতে আকাশ ২.০-এর দাম ধরা হয়েছে ২,২৩৬ রুপি বা ৪০ ডলার। বাংলাদেশি টাকায় এর দাম আসে ৩২০০ টাকা। এছাড়াও দেশটির ছাত্র-ছাত্রীদের কাছে আরও কমমূল্যে ১১৩০ রুপিতে বা প্রায় ২০ ডলারে সরকার আকাশ ২.০ বিক্রি করবে বলেও সূত্রে জানা গেছে।

আকাশ ২.০ অবশ্যই আপনার দেখা সেরা ৭” অ্যান্ড্রয়েড ট্যাবলেট না। কিন্তু মাত্র ৪০ ডলারে আইসক্রিম স্যান্ডউইচ, ১ গিগাহার্জ প্রসেসর আর ৫১২ মেগাবাইট র‌্যামই অপ্রত্যাশিত। তাই দামের হিসেবে বিবেচনা করলে অবশ্যই দারুণ একটি ট্যাবলেট হতে পারে অ্যান্ড্রয়েড ৪.০ চালিত ৭ ইঞ্চি স্ক্রিনের আকাশ ২.০।

এবার কেবল ক্রেতাদের হাতে এসে পৌঁছলেই বোঝা যাবে ভালো পারফরম্যান্স দিয়ে ক্রেতাদের সন্তুষ্ট করতে পারবে নাকি পূর্বসূরীর মতোই আকাশ থেকে মাটিতে পড়ে যাবে আকাশ।

অ্যান্ড্রয়েড কথনের ভারতীয় পাঠকদের প্রতি, আকাশ ২.০ কিনতে যাচ্ছেন নাকি?