মাইক্রোসফট, নিনটেনডো, সনি ইত্যাদি সবাই এখন তাদের পরবর্তী প্রজন্মের গেমিং কনসোল তৈরিতে ব্যস্ত। তবে গেমিং-এর জগতের অনেকটাই দখল করে নিয়েছে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইস। এখন যেহেতু প্রায় সব নতুন ট্যাবলেট ডিভাইসই উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট দিয়ে তৈরি, তাই আগামী প্রজন্মের গেমিংয়ে একটা বড় অংশ দখল করে নেবে অ্যান্ড্রয়েড ডিভাইস। আর সেই পথে সবার আগে সনিই যাত্রা শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।
গাইকাই (Gaikai) একটি সেবার নাম যারা ওয়েব ব্রাউজারেই হাই-এন্ড গেমগুলো খেলার সুবিধা দেয়। এটি মূলত একটি ক্লাউড-নির্ভর গেমিং সার্ভার যেখান থেকে পুরো গেমটিই ব্যবহারকারীর কম্পিউটারে স্ট্রিমিং হয়। এতে করে কোনো গেম বা সফটওয়্যার ডাউনলোড করা ছাড়াই সংশ্লিষ্ট গেমটি চলতে সক্ষম কম্পিউটার থেকে গেমাররা গেমগুলো খেলতে পারেন।
সম্প্রতি সনি এই বিশাল কোম্পানিকে ৩৮০ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেবে বলে জানিয়েছে। এ সংক্রান্ত চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। ফলে সনি গাইকাইয়ের মাধ্যমে তাদের নিজস্ব ক্লাউড-নির্ভর গেমিং সেবা তৈরি করবে। আর এই সেবা আসতে পারে সনির নতুন এক্সপেরিয়া ট্যাবলেটে যা এই মাসের শেষের দিকেই আইএফএ প্রেস কনফারেন্সে এক্সপেরিয়ার নতুন স্মার্টফোনের পাশাপাশি উদ্বোধন হওয়ার কথা রয়েছে।
কোয়াড-কোর প্রসেসর আর এনভিডিয়া টেগরা ৩ চিপসেট এখন অনেক স্মার্টফোনেই দেখা যাচ্ছে। তাই অ্যান্ড্রয়েডপ্রেমীরা আশা করতে শুরু করেছিলেন শিগগিরই গাইকাই তাদের সেবা অ্যান্ড্রয়েড ডিভাইসেও নিয়ে আসবে। এতে করে গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে অথবা কিনে গাইকাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে গেম অফ থ্রোনস বা সিমসিটি ৩ এর মতো জনপ্রিয় গেমগুলো খেলা যাবে। কিন্তু ভবিষ্যতটা যেন হাতিয়ে নিলো সনি। ৩৮০ মিলিয়ন ডলার দিয়ে গাইকাইকে কিনে নেয়ায় এখন ধারণা করা হচ্ছে তাদের নতুন এক্সপেরিয়া ট্যাবলেটে এক্সক্লুসিভ সার্ভিস হিসেবে গাইকাই পাওয়া যাবে।
গাইকাই গেমের লাইব্রেরিতে রয়েছে এমন কিছু গেম যেগুলো আগে কেবল পিসি এবং এক্সবক্স ৩৬০ ও সনি প্লেস্টেশন থ্রি-তে খেলা যেত। এই গেমগুলো গাইকাই-এ চলে আসায় স্বাভাবিকভাবেই এনভিডিয়া টেগরা ৩ চিপসেটের ট্যাবলেট বা স্মার্টফোনেও গাইকাই-এর মাধ্যমে গেমগুলো খেলা যাবে। যার অর্থ হচ্ছে, কনসোল গেমিং-এর স্বাদ চলে আসবে সনির নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেটে। কিন্তু কন্ট্রোলার ছাড়া কনসোল গেমিং-এর স্বাদ কীভাবে পাওয়া সম্ভব?
আসলে তাও সম্ভব। নিজেদের ট্যাবলেটে গাইকাই জুড়ে দেয়ার পর সনি খুব সহজেই তাদের ব্লুটুথ ডুয়েলশক ৩ কন্ট্রোলারকে নতুন এই এক্সপেরিয়া ট্যাবলেটের জন্য উপযোগী করে তুলতে পারবে। যার ফলে এক্সপেরিয়ার নতুন ট্যাবলেটটি হয়ে উঠবে প্রথম অ্যান্ড্রয়েড ট্যাবলেট যা কনসোল গেমিং-এর মতোই কন্ট্রোলারের মাধ্যমে প্লেস্টেশন থ্রি-এর হাই-এন্ড গেম চালাতে সক্ষম হবে।
আর এভাবেই সনির নতুন এক্সপেরিয়া ট্যাবলেট হয়ে উঠতে পারে সর্বশ্রেষ্ঠ গেমিং ট্যাবলেট। আর পরবর্তীতে সনি তাদের অন্যান্য ডিভাইসেও দিতে পারে গাইকাই আপডেট। তবে এর সবই ধারণা। বাস্তবে কী কী সুবিধা নিয়ে আসছে সনির নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট, আর গাইকাই নিয়ে সনির পরিকল্পনাই বা কী, তার সবই জানা যাবে এ মাসের শেষে বার্লিনের আইএফএ প্রেস কনফারেন্সে।