ঘড়ির ডিজাইন নকল করে ২১ মিলিয়ন ডলার গুনছে অ্যাপল

সুইস ঘড়ি

অ্যাপলের নতুন সফটওয়্যার আপডেট আইওএস ৬-এর সঙ্গে আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারীরা বিনামূল্যেই বেশ সুন্দর একটি ঘড়ি অ্যাপ্লিকেশন পেয়েছেন। সাদা রঙের ছিমছাম ডিজাইনের ঘড়িটি এক দৃষ্টিতে অ্যাপলেরই অবদান বলে মনে হলেও বাস্তবে তেমনটা নয়। সম্প্রতি সুইজারল্যান্ডের রেলওয়ে অপারেটর এসবিবি দাবি করেছে, অ্যাপল কোনো ক্রেডিট দেয়া ছাড়াই রীতিমতো চুপচাপ তাদের এই ঘড়িটির হুবহু ঘড়ি আইওএস ৬-এর সঙ্গে বাজারে ছেড়েছে। শেষ খবরে জানা গেছে, ঘড়ি নিয়ে সুইস রেলওয়ে অপারেটর এসবিবিকে ২১ মিলিয়ন মার্কিন ডলার দিতে যাচ্ছে অ্যাপল।

ডিজাইন নকল নিয়ে স্যামসাং-এর সঙ্গে অ্যাপলের ইতিহাস রচনা করা আইনি যুদ্ধের রেশ এখনও পুরোপুরি থামেনি। এমন সময় এই খবর পাওয়া গেলে বেশ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় তা প্রচারিত হয়। এএফপি জানিয়েছে, অনুমতি ছাড়াই সুইস রেলওয়ে অপারেটর এসবিবির স্বত্বে থাকা এই ঘড়ি ব্যবহার করার দায়ে অ্যাপলকে এই বিপুল অঙ্ক গুণতে হচ্ছে।

অবশ্য এসবিবি আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কিছু জানাতে রাজি হয়নি। তবে এই অপারেটরের এক মুখপাত্র প্যাট্রিসিয়া এএফপিকে জানিয়েছেন, অনুমতি ছাড়াই এই ডিজাইন নকল করার খবর জানার পর গত সেপ্টেম্বরে এসবিবি অ্যাপলের সঙ্গে আলোচনায় বসতে চায়। তাদের প্রশ্ন ছিল, অ্যাপল কেন কোনো অনুমতি ছাড়াই এই ঘড়ির ডিজাইন নকল করে তাদের আইওএস ৬ সফটওয়্যারে ব্যবহার করছে।

সুইস ঘড়ি অ্যাপল

যদিও স্যামসাং তাদের কিছু পণ্যে অনেকটা দায়সারাভাবেই অ্যাপলের ডিজাইন নকল করেছে, অ্যাপল প্রায়ই বিভিন্ন বিবৃতিতে দাবি করে তাদের সব ডিজাইন ও প্রযুক্তি তাদের নিজস্ব। এ কথা মানতেই হবে, অ্যাপলের ডিজাইনাররা বিশ্বের অন্যতম সেরা কিছু ডিজাইনার। কিন্তু একেবারে সবদিক দিয়েই যে অ্যাপল কারোটা নকল করেনি এই দাবি করা অযৌক্তিক। বাজারে প্রায় সব কোম্পানিই প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে কিছু না কিছু নকল করে থাকে। নোটিফিকেশন বারে সোয়াইপ করলে যে মেনুটি নেমে আসে এটিও প্রথম অ্যান্ড্রয়েডে আসে। পরবর্তীতে আইফোন এটি হুবহু নকল করে নেয়। গুগলের নোটিফিকেশন বার পুল ডাউন পদ্ধতিটি পেটেন্ট করা নেই বলে এ নিয়ে গুগল কোনো আইনি লড়াইয়ে যেতে পারেনি।

এছাড়াও অ্যাপল তাদের সবকিছুরই মাথায় আসামাত্রই পেটেন্ট করে ফেলে, যা গ্রাহকদের উপর একচেটিয়ে ব্যবসা করার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায়। (আরও পড়ুনঃ পেটেন্ট নিয়ে কীভাবে কোম্পানিগুলো বাজারে দাম বাড়িয়ে রাখছে তা নিয়ে অ্যান্ড্রয়েড ডিরেক্টরের সাক্ষাৎকার) কিন্তু অ্যাপলও যে সর্বেসর্বা না আর সময় সময় তারাও যে অন্যের কিছু নকল করে, তা আরেকবার প্রমাণিত হলো এই ঘড়ি বিতর্কের মাধ্যমে।

সুইস ইঞ্জিনিয়ার Hans Hilfiker ১৯৪৪ সালে এই বিখ্যাত ঘড়িটির ডিজাইন করেন যা আজও এসবিবির বিভিন্ন রেলস্টেশনে শোভা পাচ্ছে। এসবিবির এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেয়ার মনোভাব ছিল না বলেই কেবল টাকা দিয়ে ঘটনা নিষ্পত্তি করে ফেলতে পারছে অ্যাপল।

রেলস্টেশনে এখনও শোভা পাচ্ছে এসবিবির ঘড়ি।