গুগলের নেক্সাস ৭ একটি দারুণ ট্যাবলেট। সাধারণত মধ্যম-বাজেটের ট্যাবলেট কেনার সময় ব্যবহারকারীদের যেসব স্থায়িত্বের চিন্তা করতে হয়, নেক্সাস ৭-এর বেলায় তা নেই বললেই চলে। এই ট্যাবলেটটি পারফরম্যান্সের দিক দিয়ে সমমূল্যের যে কোনো ট্যাবলেটের চেয়ে সেরা এবং গ্রাফিক্স ও সিপিইউ’র দিক দিয়েও দামের তুলনায় বেশ এগিয়ে রয়েছে। কিন্তু আপনি যদি নেক্সাস ৭ কেনার জন্য মনস্থির করে থাকেন, তাহলে আরও কিছুদিন অপেক্ষা করাই হয়তো বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুনঃ ৭ ইঞ্চি ট্যাবলেট লড়াই – নেক্সাস ৭ বনাম কিন্ডল ফায়ার এইচডি
সম্প্রতি যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচএমভি পত্রিকায় নেক্সাস ৭ এর একটি বিজ্ঞাপন দিয়েছে। যেমনটা উপরে দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞাপনে নেক্সাস ৭ এর ৩২ গিগাবাইট সংস্করণের সঙ্গে অ্যান্ড্রয়েড জেলি বিন ৪.২ সংস্করণের কথা লেখা হয়েছে। আমরা সবাই জানি গুগল অ্যান্ড্রয়েড ৪.২ সংস্করণটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এবং এটি নেক্সাস ৪ এবং নেক্সাস ১০-এর সঙ্গে আগামী ১৩ই নভেম্বর প্লে স্টোরে অবমুক্ত হচ্ছে। কিন্তু অ্যান্ড্রয়েড ৪.২-চালিত নেক্সাস ৭ এর কথা এই প্রথম দেখা যাচ্ছে।
আরও পড়ুনঃ কী আছে অ্যান্ড্রয়েড ৪.২ জেলি বিনে
পত্রিকার বিজ্ঞাপনে এতোবড় ভুল থাকার কথা না। যদিও অ্যান্ড্রয়েড ৪.২ এখনও সম্পূর্ণ হয়নি, যে কারণে কোনো ট্যাবলেটের সঙ্গেই অ্যান্ড্রয়েড ৪.২ পাওয়া যাচ্ছে না এখনই, কিন্তু এ কথা বিশ্বাস করাই যায় যে অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আসার পর স্যামসাং কিংবা সনির মতো বহুদিন না লাগিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই গুগল তাদের নিজেদের ট্যাবলেট নেক্সাস ৭-এ সেই আপডেট পাঠিয়ে দিবে। তাই নতুন নেক্সাস ৭ ৩২ গিগাবাইট ক্রেতারা কিছুদিন অপেক্ষা করলে হয়তো দেশের বাজার থেকেই অ্যান্ড্রয়েড ৪.২ চালিত ট্যাবলেট পেতে পারেন। আর যাদের ইতোমধ্যেই নেক্সাস ৭ রয়েছে, তাদের জন্য গুগল কোনো আপডেটের নির্দেশনা দেয় কি না তা জানতে আমাদের চোখ-কান খোলাই রয়েছে!