স্যামসাং-এর যেমন গ্যালাক্সি এস থ্রি বর্তমানে ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, তেমনি সনিরও অনেকদিন ধরেই এক্সপেরিয়া আর্ক এবং পরবর্তীতে আর্ক এস ছিল ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। কোম্পানিটির এক্সপেরিয়া লাইনে এক্সপেরিয়া এস, এক্সপেরিয়া ইউ, এক্সপেরিয়া পি, এক্সপেরিয়া সোলাসহ আরও অনেক ব্র্যান্ডের বাহার থাকলেও আর্কের বিজ্ঞাপন যথারীতি তারা একটু বেশিই করে এসেছে। এবার সনির সময় এসেছে এক্সপেরিয়ার নতুন ফ্ল্যাগশিপ ফোন বের করার। ধারণা করা হচ্ছে, এই মডেলের নাম হবে সনি এক্সপেরিয়া টিএক্স।
LT29i মডেল নম্বরেই নতুন এই ফোন সম্পর্কে বিভিন্ন তথ্য ইন্টারনেটে ফাঁস হচ্ছে। এ পর্যন্ত প্রাপ্য তথ্য থেকে জানা গেছে, এই সেটে থাকবে ৭২০পি রেজুলেশনের ৪.৬ ইঞ্চি আকারের ডিসপ্লে, ডুয়াল কোর স্ন্যাপড্রাপন এস৪ প্রসেসর, ১ গিগাবাইট র্যাম এবং ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। এতে অ্যান্ড্রয়েড আইসক্রিম স্যান্ডউইচ (৪.০.৪) থাকবে বলেও জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, এক্সপেরিয়া টিএক্স ডিজাইনের দিক থেকে এক্সপেরিয়া আর্কের “উত্তরাধিকারী” হওয়ার যোগ্য।
সর্বশেষ ফাঁস হওয়া তথ্য অনুসারে এলটি২৯আই মডেলের সেটগুলোর ডাকনাম হবে এক্সপেরিয়া টিএক্স।
এক্সপেরিয়া টিএক্স মডেলটি এক্সপেরিয়া টি এবং এক্সপেরিয়া ট্যাবলেটের সঙ্গে একযোগে বার্লিনে অনুষ্ঠিতব্য সনির আইএফএ প্রেস কনফারেন্সে আগামী ২৯শে অগাস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর আমরা সেটগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারবো।