স্মার্টফোনের ছোট ডিসপ্লেতে ১০৮০পি এইচডি কয়েক মাস আগেও অবিশ্বাস্য ছিল। কিন্তু প্রযুক্তি বিশ্বে কোনো কিছু অবিশ্বাস্য হলেই তা অসম্ভব হয় না। প্রযুক্তির দ্রুত উন্নয়ন প্রতিনিয়তই চমকপ্রদ সব আপডেট এনে দিচ্ছে প্রযুক্তিবিশ্বে। আর স্মার্টফোনের ক্ষেত্রে এই আপডেট ঘটে চলেছে আরও দ্রুত। কেননা, কয়েক মাস আগে যা অবিশ্বাস্য ছিল, কয়েক মাস পরে তা বাজারেই দেখা যেতে পারে।
সম্প্রতি কোরিয়ান সংবাদমাধ্যম এমকে নিউজ তাদের সূত্রের ভিত্তিতে জানিয়েছে, ২০১৩ সালের প্রথম ভাগেই এলজি ও স্যামসাং নিজস্ব কিছু স্মার্টফোন বাজারে আনবে যেগুলোর ডিসপ্লেতে থাকবে ১০৮০পি এইচডি রেজুলেশন। এলজি ইতোমধ্যেই ৫-ইঞ্চি আকারের একটি প্রোটোটাইপ দেখিয়েছে যেটিতে রয়েছে ১০৮০পি এইচডি ডিসপ্লে। এইচটিসিও সম্প্রতি জাপানে উদ্বোধন করেছে ৫ ইঞ্চি আকারের এইচটিসি জে বাটারফ্লাই। এবার কোরিয়ান কোম্পানি স্যামসাংও ১০৮০পি এইচডি ডিসপ্লেকে তাদের টার্গেট বানিয়েছে।
বর্তমানে স্মার্টফোনের ডিসপ্লেতে সর্বোচ্চ ৭২০পি এইচডি রেজুলেশন পাওয়া যাচ্ছে। ৭২০পি হচ্ছে মূলত 1280×720 পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। অন্যদিকে ১০৮০পি হচ্ছে ফুল এইচডি ডিসপ্লে যার পিক্সেল রেজুলেশন হচ্ছে 1920 × 1080.
এমকে নিউজ জানিয়েছে, এলজি ও স্যামসাং দু’টি কোম্পানিই ৫ ইঞ্চি ১০৮০পি এইচডি ডিসপ্লের স্মার্টফোনের জন্য কাজ করছে। ২০১৩ সালের শুরুর দিকেই এসব ডিভাইস উদ্বোধন করা হবে বা বাজারে আনা হবে। এমকে নিউজকে বিশ্বাস করার কারণ হলো, এর আগেও গ্যালাক্সি নোট ২-এর কোয়াড কোর প্রসেসর ও বাড়তি স্ক্রিন সাইজের ব্যাপারে তারাই আগেভাগে তথ্য দিয়েছিল যা সঠিক দেখা গেছে।
২০১৩ সালের শুরুর দিকেই যদি দু’টি নামকরা কোম্পানি এইচডি ডিসপ্লের স্মার্টফোন দেখায়, তাহলে অন্যান্য কোম্পানিও নিশ্চয়ই বসে থাকবে না। তাই ২০১৩ সালে বাজারে যেসব স্মার্টফোন আসতে যাচ্ছে, তার মধ্যে এইচডি ডিসপ্লে হবে একটি কমন ফিচার।
এইচডি ডিসপ্লের পাশাপাশি আর কী কী সুবিধা আশা করেন আগামী প্রজন্মের স্মার্টফোন থেকে?