দেশের বাজারে এলো স্যামসাং গ্যালাক্সি নোট ২: সঙ্গে টেলিটক ৩জি সংযোগ

স্যামসাং

সাংবাদিকদের উপস্থিতিতে অবমুক্ত করা হয় গ্যালাক্সি নোট ২।

দেশের বাজারে স্যামসাং নিয়ে এলো গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি নোট ২। চলতি বছরেই জার্মানীর বার্লিনে আইএফএ কনফারেন্সের আগ মূহুর্তে অবমুক্ত করা হয় নতুন এই স্মার্টফোন-কাম-ট্যাবলেট, যাকে ফ্যাবলেট বলেও সম্বোধন করা হয় আন্তর্জাতিক বিশ্বে। স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের ব্যবস্থাপনা পরিচালক সিএস মুন সম্প্রতি দেশের বাজারে অবমুক্ত করেন নতুন এই ডিভাইস।

স্যামসাং গ্যালাক্সি নোট ২-কে বলা হচ্ছে এ যাবৎকালের স্যামসাং-এর বের করা সবচেয়ে আকারে বড় ও শক্তিশালী স্মার্টফোন। এতে রয়েছে ৫.৫ ইঞ্চি ডিসপ্লে যেটি সুপার এমোলেড প্রযুক্তিতে তৈরি। এর পিক্সেল রেজুলেশন হচ্ছে 1280 X 720 পিক্সেল। এতে রয়েছে ১.৬ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর ও ২ গিগাবাইট র‌্যাম।

আরও পড়ুনঃ স্যামসাং আনলো গ্যালাক্সি নোট ২ ও গ্যালাক্সি ক্যামেরা

গ্যালাক্সি নোট ২-এ দেয়া হয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা যা ১০৮০পি এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম। তবে ভিডিও কলের জন্য এর সম্মুখবর্তী ক্যামেরাটি মাত্র ১.৩ মেগাপিক্সেল। গ্যালাক্সি নোট ২ যেদিন স্যামসাং প্রথম ঘোষণা করে, সেদিনই সনিও তাদের এক্সপেরিয়া টি নামে নতুন ফ্ল্যাগশিপ ফোন ঘোষণা করে যেটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৭২০পি এইচডি ভিডিও রেকর্ড করতে সক্ষম ফ্রন্ট ক্যামেরা।

galaxy s3 galaxy note 2

গ্যালাক্সি এস ৩ (বামে) ও গ্যালাক্সি নোট ২।

অন্যান্য সুবিধার মধ্যে গ্যালাক্সি নোট ২-এ রয়েছে ব্লুটুথ ৪.০, অ্যান্ড্রয়েড ৪.১ জেলি বিন, ১৬ গিগাবাইট ইন্টারনাল মেমোরি যা ৬৪ গিগাবাইটে বাড়ানোর সুবিধা রয়েছে, ৩১০০ এমএএইচ ব্যাটারি ও নামকরা এস-পেন স্টাইলাস। কাজেই যারা আঙুলের চেয়ে কলম দিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্যও গ্যালাক্সি নোট ২ একটি আকর্ষণীয় স্মার্টফোন হিসেবে কাজে দেবে।

ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এখনও গ্যালাক্সি এস ৩-কে ধরা হলেও গ্যালাক্সি নোট ২ বেশ সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। বাংলাদেশের ক্রেতারা স্যামসাং-এর আউটলেট থেকে ৬৭ হাজার ৫০০ টাকায় স্যামসাং গ্যালাক্সি নোট ২ কিনতে পারবেন। এছাড়াও প্রথম ২০০জন গ্যালাক্সি নোট ২ ক্রেতা সঙ্গে পাবেন টেলিটকের ৩জি প্যাকেজ। ২১শে অক্টোবর (গতকাল) দেশের বাজারে এই স্মার্টফোনটি অবমুক্ত হওয়ায় এখনও হয়তো ২০০ ক্রেতা পেরোয়নি। তাই টেলিটক ৩জির ইচ্ছে থাকলে ও গ্যালাক্সি নোট ২ কেনার পরিকল্পনা করে থাকলে আজই ঢুঁ মারতে পারেন স্যামসাং-এর কোনো আউটলেটে।

(বাংলানিউজ২৪-এর সৌজন্যে)