গুগল ক্যালেন্ডারের অ্যাপ্লিকেশন এলো প্লে স্টোরে

গুগল ক্যালেন্ডার

অবশেষে স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন হিসেবে গুগল প্লে স্টোরে এলো গুগলের অন্যতম জনপ্রিয় ও কাজের সেবা, গুগল ক্যালেন্ডার। অনেকেই তাদের ব্যস্ত জীবনের বিভিন্ন শিডিউলিং করার জন্য ক্যালেন্ডার অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। অ্যান্ড্রয়েড ফোনের ক্যালেন্ডার সাধারণত গুগল ক্যালেন্ডারের সঙ্গে সিংক্রোনাইজ হলেও কিছু কিছু ডিভাইসে বিল্ট-ইন অ্যাপ্লিকেশনকে আলাদা করে তৈরি করা হয়েছে (যেমন এস-প্ল্যানার)।  এছাড়াও অনেক সময়ই ব্যবহারকারী ডিভাইসের বিল্ট-ইন সেবাগুলো ব্যবহার করেন না। এর উদাহরণ হচ্ছে ইমেইল সেবা। বেশিরভাগ মানুষই ফোনের বিল্ট-ইন ইমেইল অ্যাপ্লিকেশনের বদলে জিমেইলের অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন।

এসব থেকেই গুগল ক্যালেন্ডারের আলাদা একটি অ্যাপ্লিকেশনের চাহিদা অনেকদিন ধরে অনুভূত হচ্ছিল। আর সেটা পৌঁছেছে গুগলপ্লেক্স পর্যন্ত। তাই সম্প্রতি গুগল মুক্তি দিয়েছে গুগল ক্যালেন্ডারের আলাদা অ্যাপ্লিকেশন।

এই অ্যাপ্লিকেশনে গুগল ক্যালেন্ডারের সব সুবিধাই পাওয়া যাবে। আপনার কাজকে আরও দ্রুত ও সহজ করে তুলতে নোটিফিকেশন বার থেকেই বিভিন্ন কাজ করার সুবিধা দেয়া হয়েছে। যেমন কোনো ইভেন্ট পেছানো, কোনো ইভেন্টে যেতে না পারলে বা দেরি হলে নোটিফিকেশন প্যানেল থেকেই “I’ll be late” বা এই জাতীয় মেসেজ দেয়া, ভ্রমণের সময় নিজের টাইমজোন সেট করে রাখাসহ বিভিন্ন সুবিধা যোগ করা হয়েছে গুগল ক্যালেন্ডারে। কেবল আইসক্রিম স্যান্ডউইচ (অ্যান্ড্রয়েড ৪.০.৩) ব্যবহারকারীরা নিজের লিংক বা কিউআর কোড থেকে গুগল ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারবেন।

গুগল প্লে স্টোর লিংকঃ গুগল ক্যালেন্ডার qr code google calendar

এইচটিসির কিছু ডিভাইসে এবং গুগল ক্যালেন্ডারের উইজেটে কিছুটা সমস্যা রয়েছে বলে অনেক ব্যবহারকারী জানিয়েছেন। তাই এখনই যারা ইন্সটল করবেন, তারা ভবিষ্যতে আপডেটগুলোও মনে করে ইন্সটল করে নেবেন।

আমার দৈনন্দিন জীবন এতোটাই ব্যস্ত নয় যে আমাকে ক্যালেন্ডার ব্যবহার করতে হবে। 😉 তবে যাদের প্রয়োজন, তারা নিশ্চয়ই ব্যবহার করতে শুরু করেছেন। এছাড়াও কোনো দিবস, কারো জন্মদিন, ম্যারেজ ডে ইত্যাদি অকেশনগুলো মনে রাখার জন্য গুগল ক্যালেন্ডার বেশ কাজে দেয়। তাই আইসক্রিম স্যান্ডউইচ বা জেলি বিন ব্যবহারকারীরা এখনই গুগল ক্যালেন্ডার ডাউনলোড করুন ও ব্যবহার শেষে মতামত জানান নিচে।