অ্যান্ড্রয়েড কথনে আমরা বাংলাদেশিদের মধ্যে অ্যান্ড্রয়েড প্রীতি ও স্মার্টফোন-ট্যাবলেট নিয়ে উন্মাদনাকে লক্ষ্য করেই বিভিন্ন সংবাদ, অ্যাপ্লিকেশন, গেমস, ডিভাইস রিভিউ ও মতামত প্রকাশ করে থাকি। আমাদের লক্ষ্য ইন্টারনেটে পাঠকদের জন্য মান-সম্পন্ন একটি প্রকাশনা তৈরি করা, যাতে করে অ্যান্ড্রয়েড সংক্রান্ত যে কোনো তথ্য, রিভিউ, মতামত, টিউটোরিয়াল ইত্যাদি বাংলা ভাষাতেই পাঠকরা পেতে পারেন।
অ্যান্ড্রয়েড কথনের যাত্রা এ লক্ষ্যেই শুরু হয়। মাঝপথে নানাবিধ কারণে এ যাত্রা স্থবির হয়ে পড়ে। লেখার মান ধরে রাখতে চেয়েই আমরা মূলত অন্যান্য অনলাইন প্রকাশনার মতো সবাইকে লেখার সুযোগ করে দেয়ার সিদ্ধান্ত থেকে বিরত থেকেছি।
সে যাই হোক, অ্যান্ড্রয়েড কথন পাঠকরা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের কার্যক্রম আবারও ফিরে এসেছে। ইন্টারনেট জগতে অ্যান্ড্রয়েড কথনকে আবারও জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড-বিষয়ক প্রকাশনায় পরিণত করতে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যেই দেশের বিভিন্ন খবরাখবর ইংরেজি পড়তে আগ্রহী পাঠকদের জন্য এবং বিদেশি পাঠক/সংবাদমাধ্যম/সংস্থার জন্য ইংরেজিতে প্রকাশ করার উদ্যোগ হিসেবে অ্যান্ড্রয়েড কথনের একটি ইংরেজি সংস্করণ চালু করেছি, যা হয়তো অনেকেই দেখেছেন।
আমাদের যে কোনো সংবাদ ও রিভিউ, মতামত, টিউটোরিয়াল ইত্যাদি সব রকমের পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে ফেসবুকেই আপনি নোটিফিকেশন পেতে পারেন। এ জন্য ফেসবুকে অ্যান্ড্রয়েড কথনের পেজে গিয়ে নিচের ছবির মতো “Get notifications”-এ ক্লিক করুন। এর মাধ্যমে প্রতিবার কোনো পোস্ট শেয়ার করা হলে সঙ্গে সঙ্গেই আপনি আপনার ফেসবুকে নোটিফিকেশন পেয়ে যাবেন।
ফেসবুকের নতুন ট্যাকটিকস-এর কারণে আমাদের প্রকাশিত সব পোস্ট আপনার নিউজফিডে যাবে না। মূলত প্রায় সব ফেসবুক পেজেই এমন নিয়ম চালু করা হয়েছে। বিশেষ করে দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকার ফলে আমাদের পেজের শেয়ার করা সব কন্টেন্ট আমাদের পাঠকদের চোখে পড়ছে না, এমন অভিযোগও আমরা বেশ কয়েকবার পেয়েছি।
উপরের পদ্ধতি অবলম্বন করে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনি ফেসবুকেই পেয়ে যাবেন আমাদের সব নতুন পোস্ট। আর যদি ফেসবুকে খুব একটা অ্যাকটিভ না থাকেন, তবে ইমেইল ইনবক্সেও আপনি আমাদের নতুন সব পোস্ট পেতে পারেন। এ জন্য নিচের ফিল্ডে আপনার ইমেইল ঠিকানা দিয়ে এন্টার প্রেস করুন। আপনার ইমেইলে একটি কনফারমেশন ইমেইল যাবে যেটি ক্লিক করার মাধ্যমে আপনাকে বিনামূল্যের এই ইমেইল সাবস্ক্রিপশন সেবা চালু করতে হবে।
অ্যান্ড্রয়েড কথনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কোনো মতামত, পরামর্শ, টিপস, অ্যাপ্লিকেশন রিভিউয়ের আবেদন কিংবা অভিযোগের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন।