অ্যান্ড্রয়েড কথনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর হ্যান্ডস-অন রিভিউ। এসব রিভিউতে আমরা চেষ্টা করি আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে একটি ডিভাইস হাতে নিয়ে নাড়াচাড়া করে ও সম্ভব হলে কয়েকদিন ব্যবহার করে তারপর এর ভালো-মন্দ বিষয়গুলো নিয়ে একটি বিস্তারিত পোস্ট প্রকাশ করার। এসব পোস্টের মাধ্যমে পাঠকরা সেসব বিষয় জানতে পারেন যেগুলো বিক্রেতা কোম্পানির ওয়েবসাইটে বলা নেই। ইন্টারনেটে ঘাঁটলে হয়তো অনেক সেটেরই রিভিউ পাওয়া যাবে। কিন্তু বাংলায় আমরা সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে রিভিউ লিখতে শুরু করেছি।
আমাদের রিভিউগুলো সাধারণত দু’প্রকারের হয়ে থাকে। একটি হচ্ছে স্পেসিফিকেশন রিভিউ। সেখানে আমরা আন্তর্জাতিক সাইটের দেয়া রিভিউ এবং সেটের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমাদের ও বিশেষজ্ঞদের মতামত প্রকাশ করে থাকি। দ্বিতীয়টি হচ্ছে হ্যান্ডস-অন রিভিউ, যেখানে সেটটি আমরা নিজেরা ব্যবহার করে এর স্ক্রিনশটসহ রিভিউ প্রকাশ করি। কিন্তু হ্যান্ডস-অন রিভিউর একটি সমস্যা হচ্ছে, এই রিভিউ করতে গেলে আমাদের হাতে সেটটি বা ট্যাবলেটটি থাকতে হবে। যেহেতু আমরা কেবল আমাদের যাত্রা শুরু করেছি, আমাদের জন্য নতুন নতুন ডিভাইসগুলোর হ্যান্ডস-অন রিভিউ করা কঠিন হচ্ছে।
এখানেই আমরা চাচ্ছি আপনার সাহায্য। তাই আমরা দিচ্ছি আপনার অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটটি নিয়ে আমাদের কোনো লেখকের সঙ্গে এক ঘণ্টা সময় কাটানোর ও দু-চার কাপ কফি (সঙ্গে উইংসও, হয়তোবা! 😉 ) খাওয়ার সুযোগ। এই সময়টায় আপনার সামনেই আমরা ঘেঁটে দেখবো আপনার ফোন বা ট্যাবলেট, স্ক্রিনশট নেবো এবং পরবর্তীতে আমাদের সাইটে হ্যান্ডস-অন রিভিউ লিখবো।
সব ধরনের অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরাই এই প্রোগ্রামে আমন্ত্রিত। তবে এই মূহুর্তে আমরা বিশেষভাবে Symphony W100 & Walton Primo ব্যবহারকারীদের খুঁজছি। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন ও আপনি যদি ঢাকায় বসবাস করে থাকেন, তাহলে এখনই নিচের ফরমটি পূরণ করে আপনার অবস্থান বা ঠিকানা, কোন কোন দিন বা বারে ফ্রি আছেন এবং আপনার মোবাইল নম্বরটি আমাদের কাছে পাঠিয়ে দিন। আমরা যোগাযোগ করে আপনার সুবিধামতো সময়েই মিট-আপের ব্যবস্থা করবো।
ধন্যবাদ।