অ্যান্ড্রয়েড কথন এডিটরিয়াল টিম ও কন্ট্রিবিউটিং লেখকরা নিম্নে বর্ণিত নৈতিকতা বিষয়ক বিবৃতির প্রতি সম্মান রেখে বিভিন্ন হ্যান্ডস-অন রিভিউ ও সংবাদ প্রকাশ করতে বাধ্য থাকেন।
১. আমরা ডিভাইস বিক্রি করি না
অ্যান্ড্রয়েড কথন টিম কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস বা এ সংশ্লিষ্ট কোনো অ্যাক্সেসরিজ বিক্রি করে না। মূলত, অ্যান্ড্রয়েড কথন কোনোকিছুই বিক্রি করে না। অ্যান্ড্রয়েড কথন লোগো সমৃদ্ধ বিভিন্ন অ্যাক্সেসরিজ ভবিষ্যতে হয়তো বিক্রি বা বিতরণ করা হতে পারে, কিন্তু এখনও আমরা কোনো কিছু বিক্রি করছি না। অতএব, অ্যান্ড্রয়েড কথনের কোনো পোস্টের মন্তব্যের অংশে, সোশাল কমিউনিটিতে (অ্যান্ড্রয়েড কথন ফেসবুক গ্রুপ, পেজ ও ফোরাম) কিংবা অন্য কোথাও কোনো কেনাবেচার বিষয় থাকলে তার সঙ্গে অ্যান্ড্রয়েড কথন প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয় এবং তার কোনো দায়-দায়িত্ব অ্যান্ড্রয়েড কথন নেবে না।
২. বিজ্ঞাপন
আমাদের ওয়েবসাইট বিজ্ঞাপনদাতাদের জন্য উন্মুক্ত। বলা বাহুল্য, এসব বিজ্ঞাপনই আমাদের ওয়েবসাইট/নেটওয়ার্কের আয়ের প্রধান উৎস। বিজ্ঞাপনদাতারা অ্যান্ড্রয়েড কথনের ওয়েবসাইটের বিভিন্ন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট হারে বিজ্ঞাপন প্রদর্শন করাতে পারেন। সেসব বিজ্ঞাপনে ক্লিক করলে ভিজিটররা সবসময়ই বিজ্ঞাপনদাতার নির্ধারিত ওয়েবসাইটে যেতে পারবেন। এছাড়াও বিজ্ঞাপনদাতা হিসেবে আমাদের ফেসবুক পেজেও আমরা তাদের বিভিন্ন অফার প্রোমোট করে থাকি।
৩. বিজ্ঞাপনের প্রভাব
অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত কোনো লেখাই কোনো বিজ্ঞাপনদাতা কর্তৃক প্রভাবিত নয়। আমাদের কোনো রিভিউ/সংবাদই বিজ্ঞাপনদাতার পক্ষে/বিপক্ষে লেখা হয় না। সকল প্রকার লেখা অ্যান্ড্রয়েড কথনে স্বাধীন টিম কর্তৃক লেখা ও সম্পাদনা করা হয়ে থাকে। এর সঙ্গে বিজ্ঞাপনদাতার কোনো সম্পর্ক/হাত থাকে না। এছাড়াও বিশেষ কোনো ডিভাইস/অ্যাক্সেসরিজের পক্ষে লেখার জন্য অ্যান্ড্রয়েড কথন টিম কোনোপ্রকার আর্থিক বা অন্য যে কোনো ধরনের প্রস্তাব গ্রহণ করে না।
৪. হ্যান্ডস-অন রিভিউ
হ্যান্ডস-অন রিভিউ হচ্ছে অ্যান্ড্রয়েড কথনের বিশেষ বিস্তারিত রিভিউ যেখানে আমরা একটি ডিভাইস নিজেরা ব্যবহার করে এর ভালো দিক ও খারাপ দিকগুলো পাঠকের বিবেচনার সুবিধার্থে প্রকাশ করে থাকি। অ্যান্ড্রয়েড কথনের এই হ্যান্ডস-অন রিভিউই সবচেয়ে জনপ্রিয় বিভাগ। তবে যেহেতু হ্যান্ডস-অন রিভিউ লেখার জন্য আমাদের হাতে ডিভাইস থাকা লাগে, তাই অনেক সময়ই আমরা পাঠকদের চাহিদা থাকার পরেও আমরা রিভিউ করতে পারি না। মূলত আমরা আমাদের পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্য থেকেই বিভিন্ন ডিভাইস নিয়ে রিভিউ করে থাকি।
এখানে স্পষ্ট করা প্রয়োজন যে, ডিভাইস রিভিউ করার জন্য ডিভাইস প্রস্তুতকারক কোম্পানি কিংবা যে কোনো বিক্রেতা/আউটলেট আমাদের ডিভাইস দিতে পারেন। হ্যান্ডস-অন রিভিউ-এর সঙ্গে অ্যান্ড্রয়েড কথনে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। অনেকে মনে করতে পারেন, কেবল বিজ্ঞাপন দিলেই হ্যান্ডস-অন রিভিউ করা হয়, যেটি সম্পূর্ণ ভুল ধারণা। আমরা যে কোনো কোম্পানি/বিক্রেতা/ডিলারের কাছ থেকেই সম্পূর্ণ বিনামূল্যে ডিভাইস রিভিউ করতে আগ্রহী। তবে এক্ষেত্রে লক্ষ্যণীয় বিষয়গুলো হলোঃ
- ১. বিক্রেতা/ডিলার/কোম্পানি আমাদের ডিভাইস দিচ্ছেন বলে আমাদের সম্পূর্ণ পজেটিভ বা ইতিবাচক রিভিউ দিতে হবে এমনটা আমাদের নীতি বহির্ভূত। আমরা ডিভাইস ব্যবহার/টেস্টিং শেষে আমাদের অভিজ্ঞতার আলোকে ডিভাইসের বাস্তব পারফরম্যান্স এবং ভালো-খারাপ উভয় দিক তুলে ধরবো।
- ২. বিক্রেতা/ডিলার হ্যান্ডস-অন রিভিউ-এ সাহায্য করলে আমরা ধন্যবাদস্বরূপ সর্বোচ্চ সংশ্লিষ্ট ডিভাইসটির প্রাপ্তিস্থান হিসেবে উক্ত বিক্রেতা/ডিলারের আউটলেটের ঠিকানা ও ফোন নম্বর রিভিউ’র শেষে যোগ করে দিতে পারবো যা আমরা নীতি বহির্ভূত বলে মনে করি না।
- ৩. হ্যান্ডস-অন রিভিউ সাধারণত ব্যবহারকারীর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হওয়া উচিৎ। তাই আমরা আশা করবো কোনো একটি ডিভাইস অন্তত ১ সপ্তাহ আমাদের কাছে দিতে রাজি থাকবেন। ইতোমধ্যেই কয়েকটি প্রতিষ্ঠান আমাদের এ কাজে সহায়তা করছেন। এ ছাড়া মাত্র কয়েক ঘণ্টায় ডিভাইসের পূর্ণ অভিজ্ঞতা বা বিভিন্ন বাগ/ত্রুটি অথবা দারুণ কোনো দিক বের করা সম্ভব হয় না। আন্তর্জাতিক মাধ্যমগুলোয় বাস্তব ব্যবহারের অভিজ্ঞতা থেকেই রিভিউ লেখা হয়। আমরা আশা করবো বাংলাদেশেও তেমনটি করায় বিভিন্ন কোম্পানিগুলো আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে।
৫. সংবাদ সূত্র
যেহেতু অ্যান্ড্রয়েড জগতের একটা বড় অংশই দেশের বাইরে অবস্থিত, সেহেতু সংবাদের জন্য আমাদের বিদেশি মিডিয়ার উপর নির্ভরশীল হতে হয়। আমরা একাধিক বিশ্বস্ত সূত্র থেকে সংবাদ নিয়েই তা আমাদের সংবাদ বিভাগে প্রকাশ করি। দেশীয় বিভিন্ন সংবাদ আমরা সাধারণত গণমাধ্যমে কিংবা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ হওয়ার পরই আমরা প্রকাশ করে থাকি। এছাড়াও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাপ্ত তথ্যও আমরা আমাদের দেশীয় খবর বিভাগে প্রকাশ করে থাকি।
৬. ব্যক্তিগত মতামত
অ্যান্ড্রয়েড কথন তার লেখকদের প্রতিটি পোস্টের সঙ্গে ব্যক্তিগত মতামত প্রকাশের স্বাধীনতা দেয়। সেটা হ্যান্ডস-অন রিভিউ হোক কিংবা কোনো অ্যাপ্লিকেশন রিভিউই হোক, গতানুগতিক ধারার বাইরে আমাদের ওয়েব প্রকাশনায় আমরা ব্যক্তিগত মতামতকে তুলে ধরার সুযোগ করে দিচ্ছি যাতে পাঠকদের সঙ্গে একটি সক্রিয় আলোচনার ক্ষেত্র তৈরি হয়। আমাদের সম্পাদকরা অবশ্যই সেই “ব্যক্তিগত মতামত”-এর মাত্রা পেশাদার পর্যায়ে রাখার জন্য কাজ করবেন।
আমরা অ্যান্ড্রয়েড কথন টিম উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে বিভিন্ন লেখা প্রকাশ করে থাকি। পাঠকের অন্য কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা এই পাতার ফরমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছানোর অনুরোধ থাকলো।
সর্বশেষ আপডেটঃ মার্চ ৬, ২০১৩