অ্যান্ড্রয়েড কথন লোগোঅ্যান্ড্রয়েড কথন বাংলাদেশের প্রথম ও সর্ববৃহৎ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের নেটওয়ার্ক। ২০১২ সালের আগস্ট মাসে যাত্রা শুরুর পর থেকেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ও অ্যান্ড্রয়েড নিয়ে আগ্রহীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে শুরু করে অ্যান্ড্রয়েড কথন। শতাধিক স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিয়ে সর্বশেষ খবর, টিপস, টিউটোরিয়াল ইত্যাদি সব বাংলায় প্রকাশ করার এটিই প্রথম উদ্যোগ। সাইবার বিশ্বে বাংলায় অ্যান্ড্রয়েড বিষয়ক সবকিছুর শূন্যস্থানটুকুই পূরণ করে চলেছে অ্যান্ড্রয়েড কথন। অ্যান্ড্রয়েড কথন সম্পর্কে আরো জানতে দেখুন “আমাদের সম্পর্কে” পাতা।

অ্যান্ড্রয়েড কথন তার যাত্রার শুরু থেকেই অ্যান্ড্রয়েড বিষয়ক টিউটোরিয়াল, টিপস, গেমস ও অ্যাপ্লিকেশন রিভিউ ইত্যাদি প্রকাশ করে চলেছে। প্রকাশনায় সঠিক বানান রীতির ব্যবহার, ভাষাগত শুদ্ধতা, প্রাঞ্জলতা বা সহজ-বোধগম্যতাকে প্রাধান্য দিয়ে অ্যান্ড্রয়েড কথন তার মান সম্পন্ন লেখার জন্য পাঠক মহলে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, পেশাদার শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সব ধরনের পাঠকই রয়েছেন অ্যান্ড্রয়েড কথনে।

প্রতিনিয়তই দেশের ও দেশের বাইরের বাঙালিরা ভিজিট করে চলেছেন অ্যান্ড্রয়েড কথন।অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ও অ্যান্ড্রয়েড নিয়ে আগ্রহী এই বিপুল পাঠকের কাছে আপনার ব্র্যান্ডের পরিচিতি গড়ে তুলতে বা কোম্পানির বিশেষ কোনো প্রোমোশন জানাতে অ্যান্ড্রয়েড কথন হতে পারে বিজ্ঞাপনের উপযুক্ত ক্ষেত্র। তাই অ্যান্ড্রয়েড কথনের ডানপাশে সাইডবারে, মূল লেখার নিচে কিংবা চলমান টিকারে বিজ্ঞাপন দিতে আমাদের বিজ্ঞাপন বিভাগে যোগাযোগ করুন।

Warning
Warning
Warning
Warning
Warning

Warning.