অ্যান্ড্রয়েড কথনে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড জগতের সর্বশেষ সব খবর, বিভিন্ন অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটের খবরাখবর, রিভিউ, টিউটোরিয়াল, অ্যাপ্লিকেশন ও গেমস রিভিউ এবং ডিভাইস টেস্টিং/বেঞ্চমার্কিং ও হ্যান্ডস-অন রিভিউ প্রকাশে কাজ করছে ডেডিকেটেড টিম। টিমের প্রত্যেক সদস্যই মূলত শখের বশে অ্যান্ড্রয়েড নিয়ে ঘাঁটাঘাটি করে থাকেন। নিচে অ্যান্ড্রয়েড কথন টিম মেম্বারদের সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দেয়া হলো।
সজীব, ফাউন্ডার ও এডিটর-ইন-চিফ
মো. আমিনুল ইসলাম সজীব তার প্রথম অ্যান্ড্রয়েড হাতে নেন ২০১২ সালের জুলাইয়ে আর তার ঠিক পরের মাসেই আগস্টে চালু করেন অ্যান্ড্রয়েড কথন। অ্যান্ড্রয়েড কথনের পাশাপাশি তিনি বিভিন্ন তথ্য-প্রযুক্তি বিষয়ক পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও দেশী-বিদেশী ওয়েবসাইটে লেখালেখি করে থাকেন। তথ্য-প্রযুক্তি ও লেখালেখি নিয়ে অবসেসড সজীব বর্তমানে পড়ালেখা করছেন। অ্যান্ড্রয়েড কথনের সব লেখা সম্পাদনার মাধ্যমে প্রকাশ, ওয়েবসাইট ব্যবস্থাপনা, কর্পোরেট রিলেশনস ব্যবস্থাপনা ইত্যাদির কাজ সজীব করে থাকেন।
পড়াশোনা ও তথ্য-প্রযুক্তি নিয়ে লেখালেখির পাশাপাশি সজীব পছন্দ করেন মুভি দেখতে, ঘুরে বেড়াতে আর গল্প লিখতে। ইন্টারনেটে সজীবকে খুঁজে পাবেন তার ব্যক্তিগত ইংরেজি ব্লগে, ব্যক্তিগত বাংলা ব্লগে, ইন্সট্যাগ্রামে এবং টুইটারে।
রাহাত রহমান, সাব-এডিটর
রাহাত রহমান অ্যান্ড্রয়েড কথনের প্রথম লেখক হিসেবে যোগ দেন। অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ে তার দীর্ঘ অভিজ্ঞতার ফলে কখনও তাকে অ্যান্ড্রয়েড নিয়ে লিখতে ক্লান্ত হতে দেখা যায়নি। প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন ডিভাইস ও সেগুলোর কাস্টম রম খুঁজে বের করে সেগুলো টেস্ট করা রাহাত রহমানের নিত্যদিনের রুটিনের মধ্যেই পড়ে। অ্যান্ড্রয়েড কথনে লেখার আগে রাহাত বিভিন্ন অনলাইন প্রকাশনায় তথ্য-প্রযুক্তি নিয়ে লিখেছেন। অ্যান্ড্রয়েড কথনের বিভিন্ন পোস্ট সম্পাদনার দায়িত্ব পালন করছেন তিনি। সজীবের অনুপস্থিতিতে রাহাত রহমানের হাত হয়েই বিভিন্ন পোস্ট অ্যান্ড্রয়েড কথনে প্রকাশিত হয়ে থাকে। এছাড়াও অ্যান্ড্রয়েড কথন ফেসবুক গ্রুপ মডারেশনের দায়িত্বও তিনি পালন করেন।
পড়াশোনা ও প্রযুক্তি নিয়ে লেখালেখির পাশাপাশি রাহাত একজন প্রফেশনাল গেমার। তিনি মূলত কল অফ ডিউটি ও ফিফা গেম নিয়েই বাকি সময়টুকু ব্যস্ত থাকেন। অবশ্য কল অফ ডিউটিটে তাকে কেউ হারাতে পারছে না বলে তিনি কড খেলা বাদ দেবেন বলে ভাবছেন! ইন্টারনেটে রাহাত রহমানকে পাওয়া যাবে তার ব্যক্তিগত ব্লগে, ইন্সট্যাগ্রামে এবং টুইটারে।
এস. এম. তাহমিদ, সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ
অ্যান্ড্রয়েড কথনে ডিভাইস টেস্টিং-এর সময় কোনো খুঁত খুঁজে বের করা বা একাধিক ডিভাইসের মধ্যে হার্ডওয়্যারের তুলনা করার কাজে বিশেষজ্ঞ এস এম তাহমিদ অ্যান্ড্রয়েড কথনে রয়েছেন সিনিয়র টেকনিক্যাল এক্সিকিউটিভ হিসেবে। অ্যান্ড্রয়েড ডিভাইসের অ্যাডভান্সড হার্ডওয়্যার সংক্রান্ত কাজের পাশাপাশি ডিভাইস রুট করা বিষয়েও তিনি এক্সপার্ট। অ্যান্ড্রয়েড কথনে তার লেখা খুব একটা দেখা না গেলেও প্রতিটি হ্যান্ডস-অন রিভিউ-এ তার অবদান রয়েছে। পাশাপাশি তিনি অ্যান্ড্রয়েড কথনের ফেসবুক গ্রুপ মডারেশনের দায়িত্বও পালন করছেন।
পড়াশোনা ও অ্যান্ড্রয়েড কথনের পাশাপাশি এস এম তাহমিদ সময় কাটান ইলেকট্রিক্যাল DIY সামগ্রী তৈরি করে।
সাকিবুল ইসলাম, কন্ট্রিবিউটিং রাইটার
সাকিবুল ইসলাম অ্যান্ড্রয়েড কথনের ফেসবুক গ্রুপে প্রথমে যোগ দেন এবং পরবর্তীতে মূল সাইটে লেখালেখি শুরু করেন। অ্যান্ড্রয়েড কথনের মধ্য দিয়েই লেখালেখির জগতে তার যাত্রা শুরু। অ্যান্ড্রয়েড কথনে সাকিবুল বিভিন্ন চাইনিজ ডিভাইসের খবরাখবর প্রকাশ করেন এবং ইন্টারনেটে বিভিন্ন চাইনিজ ডিভাইস সম্পর্কে তথ্য উদ্ঘাটনে ব্যস্ত থাকেন। এছাড়াও সিম্ফনি ডিভাইস রুট ও কাস্টম রম নিয়েও তিনি আলাদা সময় দেন। পাশাপাশি অ্যান্ড্রয়েড কথন ফেসবুক গ্রুপ মডারেশনের দায়িত্বেও তিনি আছেন।
আরও অনেকে
অ্যান্ড্রয়েড কথনের টিমে না থাকলেও আমাদের সাইটে অনিয়মিতভাবে আরও বেশ কয়েকজন লেখালেখি করে থাকেন। অ্যান্ড্রয়েড কথনের বিভিন্ন বিভাগ ঘাঁটলে সেসব লেখকদের লেখা খুঁজে পাওয়া যাবে।