অ্যান্ড্রয়েড কথনপ্রযুক্তি আজকের বিশ্বকে চালিত করছে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তির দ্বারা আবদ্ধ হচ্ছি। যতোই নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে, ততোই আমাদের চাহিদা বাড়তে থাকছে। তাই আমরা কেবল ইন্টারনেটকে সহজলভ্য করেই ছেড়ে দেইনি, বরং তা নিয়ে এসেছি হাতের মুঠোয়।

হাতের মুঠোয় ইন্টারনেট এসেছে সে তো অনেকদিনের কথা। কিন্তু সম্প্রতি স্মার্টফোন যেভাবে ইন্টারনেটের নতুন গতি ও ব্যবহার এনে দিয়েছে, তা সত্যিই অভাবনীয়। আর এই স্মার্টফোন জগতেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে অ্যান্ড্রয়েড এবং আইওএস।

স্মার্টফোন জগতে বর্তমানে রাজত্ব করছে অ্যান্ড্রয়েড। মূলত বিভিন্ন দামের ও আকার-আকৃতির এবং ব্র্যান্ডের কাছ থেকে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন সহজলভ্য হওয়ায় বাজারে এর গ্রাহকসংখ্যা বেড়ে গেছে বহুদূর। আজ প্রায় সব ধরনের বাজেটেই রয়েছে কোনো না কোনো অ্যান্ড্রয়েড ফোন। ইন্টারনেট মহারাজ গুগলের তৈরি এই অপারেটিং সিস্টেম ছড়িয়ে গেছে অসংখ্য হ্যান্ডসেট আর ট্যাবলেটের মাঝে।

এই এগিয়ে যাওয়ায় পিছিয়ে নেই বাংলাদেশও। অ্যান্ড্রয়েডের জনপ্রিয়তা ও ব্যবহারকারী সংখ্যা বাংলাদেশেও প্রচুর। কিছু কিছু বাঙালির কল্যাণে অ্যান্ড্রয়েড ফোনে কেবল বাংলা দেখাই নয় বরং বাংলা লেখাও যাচ্ছে। কিন্তু এই বিপুল সংখ্যক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নেই কোনো ডেডিকেটেড অ্যান্ড্রয়েড সাইট যেখানে অ্যান্ড্রয়েড সংক্রান্ত সর্বশেষ খবর, টিপস, রিভিউ, টিউটোরিয়াল ইত্যাদি বিষয় পাওয়া যাবে আমাদের সবচেয়ে আপন ভাষা, বাংলায়।

সাইবার বিশ্বে ঠিক সেই শূন্যস্থানটুকু পূরণ করতেই জন্ম নেয় অ্যান্ড্রয়েড কথন। এখানে চলবে অ্যান্ড্রয়েড নিয়ে বিশদ আলোচনা। আমাদের টিম আপনাদের কাছে পৌঁছাবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ খবর, টিপস এবং টিউটোরিয়াল। জ্ঞানের আওতা অসীম করে দিতে যে কোনো অ্যান্ড্রয়েড অভিজ্ঞদের অ্যান্ড্রয়েড কথনে লেখার সুবিধাও দিচ্ছি আমরা। ফলে বাংলাদেশ ও দেশের বাইরে থাকা বাংলা ভাষা-ভাষীদের অ্যান্ড্রয়েড নিয়ে যত কথার অন্যতম মঞ্চ হয়ে উঠবে অ্যান্ড্রয়েড কথন।

এই যাত্রায় আপনার অ্যান্ড্রয়েড চালিত ফোন থাকুক বা না থাকুক, আপনি আমাদের সাথেই থাকুন। কে জানে, হয়তো আপনার পরের মোবাইলটিই হবে অ্যান্ড্রয়েড-চালিত স্মার্টফোন। 🙂